বুধবার, ০৮ মে, ২০২৪, ০৮:৫৯:৩৪

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চূড়ান্ত

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে অনুষ্ঠাতব্য আইসিসি ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি কয়েকদিন আগেই ঘোষণা করেছে আইসিসি। আসন্ন এই বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে স্বাগতিক মেয়েরা। 

যেখানে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তবে বাকি ছিল এক প্রতিপক্ষের নাম। তাও নিশ্চিত হলো আজ। 

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে সবশেষ দল হিসেবে যুক্ত হলো স্কটল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনালে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেছে গ্রুপের ভাগ্য। বিজয়ী দল হিসেবে লঙ্কান নারীরা যাচ্ছে গ্রুপ ‘এ’ তে। আর স্কটল্যান্ড যুক্ত হচ্ছে বাংলাদেশের সঙ্গে গ্রুপ ‘বি’তে। 

আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনালে অনেকটা একপেশে জয়ই পেয়েছে লঙ্কান নারীরা। আগে ব্যাট করতে নেমে সময়ের সেরা ব্যাটার চামারি আতাপাত্তুর হাত ধরে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় লঙ্কান মেয়েরা। ১০২ রানের দারুণ এক সেঞ্চুরি করেন চামারি আতাপাত্তু। 

জবাবে লঙ্কান মেয়েদের বোলিং তোপে পড়ে মাত্র ৭৫ রানেই ৭ উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর র‍্যাচেল স্ল্যাটার ও ক্লোয়ি অ্যাবেলের সুবাদে কোনোক্রমে ১০০ পার হয় স্কটিশ নারীদের দলীয় স্কোর। ২০ ওভারে তারা তোলে ১০১ রান। হারতে হয় ৬৮ রানের বড় ব্যবধানে।

তবে, তাতে স্কটিশদের বিশ্বকাপ অংশগ্রহণ আটকাচ্ছে না। গ্রুপ ‘বি’র সদস্য হয়ে প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপে অংশ নেবে ইউরোপিয়ান দেশটি। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। 

১০ দলের অংশগ্রহণে এবারের আসরে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৩ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২’তে। 

উল্লেখ্য, বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে