শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫৩:০০

ধোনির প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাওস্কর

ধোনির প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাওস্কর

স্পোর্টস ডেস্ক: গতকাল সফরকারী শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের বদলা নিল ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে ব্যাটিং ব্যর্থতাও কাটিয়ে উঠল ভারতীয় দল৷ শুক্রবার রাঁচিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬৯ রানে হারিয়ে দেন ধোনি বাহিনী। ফলে প্রথম ম্যাচে স্মৃতি ভুলে রাঁচিতে শ্রীলঙ্কাকে দুরমুশ করে সিরিজে সমতা ফিরিয়ে ভারত।

লঙ্কানদের বিপক্ষে ভারতের অন্যতম সেরা জয়কে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে সেই স্টাম্পিং। তাই ধোনির প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাবেক অধিনায়ক সুনীল গাওস্কর।

ভারতীয় সাবেক এ অধিনায়ক বলেন, ধোনি অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি দুর্ধর্ষ কিপিং করেছেন। এর আগে তার প্রমাণ আমরা বহু বার পেয়েছি। সর্বশেষ প্রমাণ পেলাম ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-২০ ম্যাচে।

সুনীল গাওস্কর আরো বলেন, উইকেট কিপিং এমনিতেই খুব কঠিন কাজ। তার সঙ্গে যদি সর্বক্ষণ দলের বাকি ১০ জনকে নির্দেশ দিতে হয়, সেটা আরও কষ্টকর হয়ে যায়।
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে