স্পোর্টস ডেস্ক : রেকর্ড গড়েছেন টাইগার সেনাপতি মেহেদি হাসান মিরাজ। মিরাজের রেকর্ডের পাশাপাশি ইতিহাস গড়েছে বাংলাদেশ।
বিশ্বকাপের এ আসরে বাংলাদেশ উঠেছে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সাফল্য চূড়ায়। একই সাথে মেহেদি হাসান ব্যাট ও বল হাতে ণৈপুন্য দেখিয়ে দৃষ্টি কেড়েছেন আইসিসির।
মিরাজ এবারের বিশ্বকাপে টানা ৪টি হাফসেঞ্চুরি করেছেন। দেশের ক্রিকেটে এমন নজির নেই কারও। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় হয়েছে।
আর দেশের ক্রিকেটে এটাই নতুন এক ইতিহাস। এর আগে বাংলাদেশ পঞ্চম হয়েছিল। সেটা ২০০৬ সালের ঘটনা।
এখন বাংলাদেশের উপরে রয়েছে দুটি দল।
বাংলাদেশের যুব ক্রিকেট দল এবারের বিশ্বকাপে শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখে। কিন্তু সে স্বপ্ন পূরণ না করতে পারলেও ফের আলোর আভাস দেখিয়েছেন তারা।
আর বাংলাদেশের যুবাদল যে ইতিহাসের সেরা পারফর্মের মধ্যে রয়েছে সেটা বলছে আইসিসি।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর