শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১৭:৫৪

ক্রিজ গেইলদের দল থেকে সরে গেল সেরা দুই ক্রিকেটার

ক্রিজ গেইলদের দল থেকে সরে গেল সেরা দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আরো একটি ধাক্কা খেল। ক্রিজ গেইলদের সাথে অনেক আগ থেকেই ক্রিকেট বোর্ড বেতন নিয়ে নানা ঢালবাহানা করেছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারের বেতন চুক্তির সমস্যা সমাধান না করায়। বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ালেন সুনীল নারিন ও কাইরন পোলার্ড৷

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ক্যারিবিয়ান অফ-স্পিনারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকরা৷ কিন্তু নারিন ও পোলার্ড দিই জনেই বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ান৷

পোলার্ডের পরিবর্তে কার্লোস ব্রাথওয়েটকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ৷ আর নারিনের পরিবর্তে হিসেবে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড৷
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে