শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৭:২৩

যুব বিশ্বকাপে মিরাজের ফিফটির বিশ্বরেকর্ড

যুব বিশ্বকাপে মিরাজের ফিফটির  বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল যুব বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারার দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দেয়ার চেষ্টা করলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শনিবার শ্রীলংকার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যুব এ দলপতির ব্যাট থেকে এসেছে ৫৩ রান। এই ম্যাচে ফিফটির করার মধ্য দিয়ে যুব বিশ্বকাপে টানা চারটি হাফ সেঞ্চুরি করার রেকর্ড অর্জন করেন মিরাজ।

এ ফিফটির আগে মিরাজের দুইটি ইনিংসে তার রান ছিল ৬০ ও ৫৫ রানের। তবে এক হিসেবে একটি মিরাজের ধারাবাহিক চতুর্থ হাফসেঞ্চুরি।কারণ গত ৩১ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলার পর নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার সুযোগই পাননি। পরের দুই ম্যাচে নেন দুটি হাসেঞ্চুরি। ফলে টানা চার ইনিংসে চারটি হাফ সেঞ্চুরি মেরে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মিরাজ।

১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে