শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০৬:২০

শুরুতেই উইকেট হারালো সাকিব-মুশফিকের করাচি

শুরুতেই উইকেট হারালো সাকিব-মুশফিকের করাচি

স্পোর্টস ডেস্ক: শুক্রবার পাকিস্তান সুপার লিগে শারজাতে লাহোর কালান্দার্সের বিপক্ষে অনন্য এক নজীর গড়ে ছিলেন গড়লেন সাকিব-মুশফিকের করাচি কিংস। এদিন মুশফিক ও সাকিব তেমন জ্বলে উঠতে পারেননি। জয়ের মূল নায়ক ছিলেন রবি বোপারা। তবে নিজেদের ষষ্ঠ ম্যাচে নতুন করে আলো ছড়াতে টস জিতেই আগে ব্যাটিং নিয়েছেন সাকিবের করাচি কিংস। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালো সাকিব-মুশফিকের দল।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন করাচির অধিনায়ক শোয়েব মালিক। ব্যাট করতে নেমেই দলীয় ১৬ রানের মাথায় অভিজ্ঞ নম্যান আনোয়ারকে হারান করাচি।

শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিব-মুশফিকের করাচির সংগ্রহ ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৫ রান।   
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে