স্পোর্টস ডেস্ক : ঘটনাটা বড়সড় দুঃসংবাদ দিল্লি ক্যাপিটালসের জন্য। তারা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে বাকি ২টি ম্যাচে জয় দিয়ে প্লেঅফের টিকিট কাটা সম্ভব। এমন অবস্থায় কি না নিষিদ্ধ হয়ে গেলেন দলপতি রিশভ পন্ত।
এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পন্ত। ৭ মে রাজস্থানের রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে এই শাস্তি পেয়েছেন তিনি। ক্রিকবাজের খবরে বলা হয়েছে, রাজস্থানের বিপক্ষে শেষ ওভার শুরু করার আগে ১০ মিনিট পিছিয়ে ছিল দিল্লি।
এবারের আইপিএলে দিল্লির এটা তৃতীয় অফেন্স। সে কারণেই মূলত নিষেধাজ্ঞা পেয়েছেন পন্ত। বদলি প্লেয়ারসহ সবার গুনতে হচ্ছে ১২ লাখ রুপি জরিমানা।
নিষিদ্ধ হওয়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না পন্ত। রোববার (১২ মে) বেঙ্গালুরুর বিপক্ষে মুখোমুখি হবে দিল্লি।
প্রসঙ্গত, ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে এখন টেবিলের পাঁচ নম্বরে রয়েছে দিল্লি। প্লেঅফের টিকিটের জন্য তাদের বাকি ২টি ম্যাচেই জয় পেতে হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও।