শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩০:১৬

বাঁ-হাতিদের বিষয়ে মজাদার ৫টি তথ্য

 বাঁ-হাতিদের বিষয়ে মজাদার ৫টি তথ্য

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে বাম আর ডান (কংগ্রেস) জোট হবে নাকি হবে না, এদিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী।  নির্বাচনে দু'দল এক হয়ে লড়বে কি না তা সময়ই বলে দেবে।  অবশ্য বাঁ-হাতি ক্রিকেটারদের ব্যাট-বল নিয়ে উৎসুক দর্শকদের উৎসাহও থাকে বেশি।

কিন্তু মানুষকে তো জীবনে ডান আর বাঁ দুটো হাত নিয়েই চলতে হয়।  কিন্তু বাঁ-হাতিদের সম্পর্কে আর কতটুকুই বা জানি আমরা।  বামপন্থীদের নিয়ে কয়েকটা অজানা তথ্য।  বাঁ-হাতিরা যে সবসময়ই একটু বাড়তি আকর্ষণ।

১) এ পৃথিবীতে ১০ থেকে ১২ শতাংশ লোক বাঁ-হাতেই কাজ করেন।

২) পরিসংখান দিয়ে অনেক সময় ডাক্তাররা বলেন, বাঁ-হাতিরা ডান হাতিদের থেকে গড়ে ৯ বছর কম বাঁচে।

৩) পরিসংখ্যান বলে বাঁ-হাতিরা বেশি পরিমাণ পানীয় আসক্ত হয়।

৪) লেফট শব্দটি এসেছে লিফট (lyft) শব্দটি থেকে।  এর অর্থ ভাঙা কিংবা দুর্বল।

৫) বলা হয়, ডান হাতিদের থেকে বাঁ-হাতিরা অনেক বেশি অপরিচ্ছন্ন হন।
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে