রবিবার, ১২ মে, ২০২৪, ১১:০৯:০৬

৭ জন নিশ্চিত, কোপা আমেরিকায় আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড

৭ জন নিশ্চিত, কোপা আমেরিকায় আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল। তবে টুর্নামেন্টের সফলতম দল আর্জেন্টিনা এখনও দল ঘোষণা করেনি। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশনে কারা হচ্ছেন স্বপ্নসারথি তা জানতে আলবিসেলেস্তে সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে শিগগিরই।

কোপা আমেরিকার জন্য যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ক্যাম্প করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ঠিক কতজন খেলোয়াড় নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি দল ঘোষণা করবেন তা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলে প্রস্তাব উঠেছে কোপার চূড়ান্ত স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা ২৩ থেকে বাড়িয়ে ২৬জন করার। 

আগামী ১৭ মে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। ফলাফল ইতিবাচক হলে কাতার বিশ্বকাপের মতোই এবারের কোপা আমেরিকায়ও ২৬জন করে খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়ার সুযোগ পাবে দলগুলো।

এক সপ্তাহ আগে উয়েফা নিশ্চিত করেছে, এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে দলগুলো ২৬জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করবে। এরপর একই দাবি জানায় কনমেবলের অধীনে থাকা দলগুলোও।

শেষ পর্যন্ত ২৬ জন নিয়ে স্কোয়াড সাজানোর সুযোগ পেলে গোলরক্ষক বাদে বাকি পজিশনে একজন করে অতিরিক্ত খেলোয়াড় নেয়ার সুযোগ পাবে দলগুলো।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপে খেলা আর্জেন্টিনার স্কোয়াডের সাতজন খেলোয়াড়ের কোপাতেও খেলা নিশ্চিত। বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মার্কাস আকুনার লড়াই হবে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তারকা আলেহান্দ্রো গারনাচোর সঙ্গে। তবে শেষ পর্যন্ত স্কোয়াডে তিনজন খেলোয়াড় বেশি নেয়ার সুযোগ থাকলে দুজনকেই দলে রাখতে পারেন স্ক্যালোনি। জায়গা অনিশ্চিত গুইডো রদ্রিগেজেরও। মিডফিল্ডে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, এজেকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস এবং জিওভান্নি লো সেলসোর জায়গা নিশ্চিত। স্কোয়াডের আকার বাড়লে কপাল খুলতে পারে গুইডোরও।

তবে স্ক্যালোনি যে শেষ পর্যন্ত এই খেলোয়াড়দের নিয়ে দল গড়বেন তার নিশ্চয়তা নেই। প্যারিস অলিম্পিকের জন্য যেই তরুণ খেলোয়াড়দের বিবেচনা করা হচ্ছে, তাদের কেউ কেউ শেষ পর্যন্ত কোপা আমেরিকার দলেও ঢুকে পড়তে পারেন। এই তালিকায় বিশ্বকাপজয়ী থিয়াগো আলমাদা, ভ্যালেন্তিন বার্কো, ফাকুন্দো বৌনানত্তি এবং এজেকুয়েল ফার্নান্দেজের মতো তরুণরা আছেন।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিতেজ/জেরেনিমো রুলি;

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, হের্মান পেজ্জালা, নিকোলাস ত্যালিয়াফিকো, নাহুয়েল মলিনা ও মার্কাস আকুনা (শর্ত সাপেক্ষে);

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো ও এজেকুয়েল প্যালাসিওস, গুইডো রদ্রিগেজ (শর্ত সাপেক্ষে);

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালা, নিকো গঞ্জালেস ও আলেহান্দ্রো গারনাচো (শর্তসাপেক্ষে)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে