শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৪:১১

সাকিবের দুঃখ!

 সাকিবের দুঃখ!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে করাচি কিংসে খেলছেন সাকিব ও রবি বোপারা।  শুক্রবার শারজাহতে লাহোর কালান্দার্সের বিপক্ষে ব্যাটে ব্যর্থ হয়েছেন সাকিব, পাননি বোলিংয়ের সুযোগ।  কিন্তু বোপারার অসাধারণ নৈপুণ্যে করাচি জিতেছে ২৭ রানে।  এ কারণে দুঃখটাই থেকে গেল সাকিবের।

একই টি-টোয়েন্টিতে অর্ধশত করে ও ৬ উইকেট নিয়ে সাকিব আল হাসান ও অ্যান্ড্রু হলের কীর্তি ছুঁলেন করাচি কিংসের ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা।

চার নম্বরে নেমে ৪৩ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বোপারা।  এরপর স্লো মিডিয়াম পেসে ধ্বংস করেন লাহোরের ব্যাটিং। টি-টোয়েন্টির সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান ক্রিস গেইলকে ফিরিয়ে শুরু করেছিলেন তিনি।  এরপর এক এক করে শিকার করেন আরো ৫ ব্যাটসম্যানকে।  শেষ পর্যন্ত ৪ ওভারে ১৬ রান দিয়ে ৬ উইকেট।

৬ উইকেট নেয়ার ২২তম নজির এটিই প্রথম।  তবে ৬ উইকেটের সঙ্গে একই ম্যাচে অর্ধশত করার কৃতিত্ব ছিল বোপারার আগে মাত্র দুজনের।

প্রথমবার তার মতো পারফরম্যান্স দেখিয়েছিলেন অ্যান্ড্রু হল।  ২০০৮ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপে নর্দাম্পটনশায়ারের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে ৫১ বলে করেছিলেন অপরাজিত ৬৬।  এরপর মিডিয়াম পেসে নিয়েছিলেন ২১ রানে ৬ উইকেট।

এর পরের কীর্তি ছিল সাকিবের।  ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সিলেটে ২৮ বলে করেছিলেন অপরাজিত ৫৭।  পরে বল হাতে ৬ উইকেট নিয়েছিলেন ১৮ রানে।

টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন আরো একবার।  ২০১৩ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে সাকিব ৬ উইকেট নিয়েছিলেন মাত্র ৬ রানে।  টি-টোয়েন্টি ক্রিকেটে সেটি ছিল দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড।

টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড ইংলিশ অলরাউন্ডার আরুল সুপিয়াহর।  ৫ রানে নেন ৬ উইকেট।  সেরা বোলিংয়ের তালিকায় ১৬ রানে ৬ উইকেট নিয়ে নয় নম্বরে বোপারা ।
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে