শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪১:৫৪

এ কি দেখালেন তামিম!

 এ কি দেখালেন তামিম!

স্পোর্টস ডেস্ক : এ কি দেখালেন তামিম! প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠা রান।  শুক্রবার ম্যাচের ৮০ রানের বদৌলতে ইংল্যান্ডের রবি বোপারাকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের মালিকও হয়ে গেলেন পিএসএলে।  অবশ্য তৃতীয় ম্যাচে ১৪ রানে তার ইনিংস গুটিয়ে গেলেও পরের ম্যাচে ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

রানের মালিকপাকিস্তান সুপার লিগে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের তামিম ইকবাল।  লিগের প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন তামিম।  তার রান এখন ২৩৭।  প্রথম ম্যাচেই তিনি হাফ সেঞ্চুরি দিয়ে শুরু করা তামিম রানের ধারা অব্যাহত রেখেছেন।
 
নিজের পঞ্চম ম্যাচে আবারো অর্জন করেছেন ম্যাচসেরার পুরস্কার। পিএসএলে শুক্রবার ইসলামাবাদের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে তামিমের দল পেশোয়ার জালমি।  এ ম্যাচ জয়ে তামিমের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
 
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ইসলামাবাদ সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান।  জবাবে ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ৫৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ইনিংসে তিনি ছয়টি চার ও তিনটি ছয় হাঁকিয়েছেন। ব্যাটে ভর করেই জয়ের পথে হেঁটেছে পেশোয়ার জালমি।  এই ইনিংসের সুবাদে তিনি আবারো পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
 
পিএসএলের প্রথম ম্যাচে তামিমের সংগ্রহ ছিল ৫১ রান।  দ্বিতীয় ম্যাচে ৫৫। তবে তৃতীয় ম্যাচে ১৪ রানে ইনিংস গুটিয়ে গেলেও পরের ম্যাচে করেছেন তিনি ৩৭ রান।  

শুক্রবার ম্যাচের ৮০ রানের বদৌলতে ইংল্যান্ডের রবি বোপারাকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের মালিক হন তামিম।  তামিমের সব ম্যাচ মিলিয়ে সংগ্রহ হয়েছে ২৩৭ রান।  আর রবি বোপারার সংগ্রহ ২১০ রান।
 ১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে