স্পোর্টস ডেস্ক : বর্তমানে বাবর আজম সেরা ব্যাটারদের একজন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি সবচেয়ে ভালো অধিনায়ক, পরিসংখ্যান অন্তত সে কথাই বলছে।
বাবর আজমের নেতৃত্বে রোববার (১২ মে) আয়ারল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের ১৯৩ রানের জবাবে ৭ উইকেটে জিতেছে তারা। এর মাধ্যম পরিসংখ্যানিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে সফল অধিনায়কের তকমা পেয়েছেন বাবর।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ৪৫টি টি-টোয়েন্টিতে জয় এনে দিয়েছেন বাবর। এর মাধ্যমে বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪টি জয় আছে উগান্ডার ব্রায়ান মাসাবার।
ইয়ন মরগ্যান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও আসগর আফগানসহ বাকিরা সবাই বাবরের নিচে। ৫২ ম্যাচে ৪২টি জয় আছে আসগরের। মরগ্যান ৭২ ম্যাচে অধিনায়ক হিসেবে জিতেছেন ৪২ ম্যাচ। ধোনি ৭২ ম্যাচের মধ্যে জিতেছেন ৪১টি। বিরাট কোহলির জয় ৩০টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা প্লেয়ারও বাবর। ২০১৯ সালে প্রথম দায়িত্ব পাওয়ার পর পাকিস্তানকে তিনি ৭৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ৭৬ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। মহেন্দ্র সিং ধোনি ৭২ ম্যাচে অধিনায়কত্ব করে তালিকার তৃতীয় স্থানে।