মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ০৫:২২:৫৮

১০ ঘণ্টা ব্যাটিং করে ভেঙ্গে দিলেন ৭৪ বছরের সেই রেকর্ড

১০ ঘণ্টা ব্যাটিং করে ভেঙ্গে দিলেন ৭৪ বছরের সেই রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ৭৪ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ইংল্যান্ডের মুসলিম তারকা ক্রিকেটার হাসিব হামিদ। তিনি টাকা ১০ ঘণ্টা ব্যাটিং করে এই রেকর্ড গড়েন।

এই রেকর্ড গড়ার পথেই তিনি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান। ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে ২৪৭ রানে অপরাজিত থাকেন হাসিব হামিদ।

এই মৌসুমে প্রথমবারের মতো নটিংহ্যামশায়ারের হয়ে লংগার ভার্সন ক্রিকেটে অধিনায়কত্ব পেয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম চার ম্যাচে অর্ধশতক ছুঁতে না পারা হামিদ পঞ্চম ম্যাচে ভেঙে দেন ৭৪ বছর পুরোনো রেকর্ড।

ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন রোববার প্রথম ইনিংসে ৫০৩ রানে অল আউট হয়ে ১৭২ রানের লিড পায় নটিংহ্যামশায়ার। ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে ক্যারিয়ার সেরা ২৪৭ রানে অপরাজিত থেকে যান হামিদ। ১০ ঘন্টা ২১ মিনিট ক্রিজে কাটিয়ে ৪৫৯ বলে ২৫ চারে ইনিংসটি সাজান ২৭ বছর বয়সী ব্যাটসম্যান।

এর আগে ১৯৫০ সালে ট্রেন্ট ব্রিজেই হ্যাম্পশায়ারের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৩৯ রানের ইনিংস খেলেছিলেন চার্লি হ্যারিস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে