স্পোর্টস ডেস্ক : কেন সেখানে মুশফিকুর রহিম- এমন প্রশ্ন ভক্তদের। যেখানে তার চেয়ে অনেক অনেক পিছিয়ে সেখানে তাকে কেন রাখা হচ্ছে না।
পাকিস্তান সুপার লিগের লিগে করাচি কিংসের হয়ে খেলছেন বাংলাদেশি উইকেট কিপার মুশফিকুর রহিম।
প্রথম চার ম্যাচে একাদশেই জায়গা হয়নি তার। অথচ ওই চার ম্যাচে নামানো হয় পাকিস্তানি উইকেট কিপার সাইফুল্লাহ বাঙ্গাসকে, যার আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি। ঘরোয়া ক্রিকেটে রেকর্ডও সেরকম নয় তার।
উইকেটের পেছনে এবং ব্যাট হাতে টানা ব্যর্থ হবার পর গত দুই ম্যাচে একাদশে রাখা হচ্ছে মুশফিকুর রহিমকে। কিন্তু একাদশে থেকেও আরেক উপেক্ষার স্বীকার তিনি। তাকে ব্যাট করতে নামানো হচ্ছে ৭ নম্বরে!
আগের ম্যাচে মুশফিকের আগে নামানো হয় ফাস্ট বোলার ইমাদ ওয়াসিমকে। ওই ম্যাচে মাত্র ৭ বল মোকাবেলা করার সুযোগ পেয়ে ১০ রানে অপরাজিত ছিলেন তিনি।
ধারণা করা হয়েছিল, আজ হয়তো ৬ নম্বরে পাঠনো হবে তাকে। কিন্তু না, ৬ নম্বরে ব্যাট করতে এলেন সোহেল তানভীর। ব্যাটিংয়ে যিনি মুশফিকের চেয়ে অনেক পিছিয়ে। মুশফিককে নামানো হলো সাত নম্বরেই! শোয়েব মালিকের এ কেমন ট্রিটমেন?
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম