রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৮:৩৬

ফের ব্যর্থ, সাকিবের ফর্মের একি হাল!

ফের ব্যর্থ, সাকিবের ফর্মের একি হাল!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবার ব্যাটে-বলে সফলতার সিঁড়ি এখনো খুঁজে পায়নি সাকিব আল হাসান। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি স্বতীর্থ মুশফিকুর রহিমও। দেশের এই দুই তারকার বাজে দিনে ৫ উইকেটে পরাজয় বরণ করতে হয়েছে করাচি কিংসকে।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৬ রান করে করাচি। সর্বোচ্চ ৪৫ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। কিন্তু ৫১ রানের চমৎকার ইনিংস দিয়ে পিএসএল শুরু করা সাকিবকে এখন রানের জন্য লড়াই করতে হচ্ছে। তার পরের পাঁচটি ইনিংস এমন ১৭, ২০, ১, ৯, ১০। এদিকে সাত নম্বরে নামা মুশফিক ৫ বলে ৬ রানের বেশি করতে ব্যর্থ হয়েছেন।
 
করাচির ১২৬ রানের টার্গেটের জবাবে ১৮ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কোয়েটা। আরো একটি পরাজয়ে গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় সাকিবদের।

১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে