রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:২৪:৩৬

আক্রমণাত্মক খেলেও দলকে জেতাতে পারলেন না তামিম

আক্রমণাত্মক খেলেও দলকে জেতাতে পারলেন না তামিম

স্পোর্টস ডেস্ক : শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৪ রান করে লাহোর। তামিম ইকবাল ও ডেভিড মালানের দারুণ ব্যাটিংয়ে জয় পায়নি পেশাওয়ার জালমি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) রোমাঞ্চকর ম্যাচে তাদের ৪ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স।   

লাহোরের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের চমৎকার ইনিংস খেলেন ক্যামেরন ডেলপোর্ট। ৩১ বলে অপরাজিত ৫২ রানের আরেকটি ভালো ইনিংস আসে উমর আকমলের ব্যাট থেকে। এছাড়া ২৫ রান করেন অধিনায়ক আজহার আলি।

২২ বলে ৩০ রানের আক্রমণাত্মক ইনিংসে পেশাওয়ারকে কক্ষপথে রাখেন আগের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ তামিম। তার বিদায়ের পর কামরান আকমল, শহিদ আফ্রিদির দ্রুত বিদায়ে চাপে পড়ে পেশাওয়ার। ৩৫ বলে ৪২ রানের ইনিংস খেলে পেশাওয়ারের আশা বাঁচিয়ে রাখেন ডেভিড মালান। তার বিদায়ের পর চেষ্টা করেছিলেন ওয়াহাব রিয়াজ (১৪*)। কিন্তু দলকে জয় এনে দিতে তার প্রচেষ্টা যথেষ্ট ছিল না। ১৬০ রানেই ১৬০ রানে থেমে যায় ইনিংস।

১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে