শুক্রবার, ১৭ মে, ২০২৪, ০৬:২২:১৬

শেষ পর্যন্ত ব্রাজিলই পাচ্ছে বিশ্বকাপ!

শেষ পর্যন্ত ব্রাজিলই পাচ্ছে বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিল। তখনই নিশ্চিত হয়েছিল, ২০২৭ মেয়েদের বিশ্বকাপ আয়োজনের জন্য লড়াইটা হবে ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার। যে লড়াইয়ে ইউরোপকে হারিয়েছে লাতিন আমেরিকা। নির্দিষ্ট করে বললে, জয়টা পেয়েছে ব্রাজিল। অর্থাৎ ২০২৭ সালে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে পেলে-নেইমারদের দেশ।

আজ ব্যাংককে ফিফার বার্ষিক কংগ্রেসে ভোটের মাধ্যমে আয়োজক নির্ধারিত হয়। আয়োজক হওয়ার দৌড়ে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী ছিল বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি (বিএনজি)। ইউরোপের তিনটি দেশ অবশ্য যৌথ আয়োজক হতে বিড দিয়েছিল। ফিফার সদস্যভুক্ত দেশ ও অঞ্চলগুলোর ভোটে বড় ব্যবধানে জিতেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটির পক্ষে ভোট পড়েছে ১১৯টি। অন্যদিকে ইউরোপের দেশ তিনটির বাক্সে পড়েছে ৭৮ ভোট।

এর মাধ্যমে নির্ধারিত হয়, দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। এছাড়া উন্মুক্ত ভোটে আয়োজক নির্ধারিত হওয়া প্রথম দেশও তারা।

ভোটের পর ব্রাজিলকে শুভেচ্ছা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘ব্রাজিলকে অভিনন্দন। ব্রাজিলে আমাদের সেরা বিশ্বকাপ হবে। সেইসঙ্গে বিএনজি-কেও ধন্যবাদ। তারাও বিডে দুর্দান্ত ছিল।’

দুই পক্ষই আয়োজক হওয়ার মানদণ্ড পূরণ করেছিল। তবে টেকনিক্যাল দিক বিবেচনায় এগিয়ে যায় ব্রাজিল। বিশেষ করে স্টেডিয়াম, থাকার সুবিধা, সমর্থক গোষ্ঠী ও যাতায়াত সুবিধায় এগিয়ে যায় লাতিনের দেশটি।

এর আগে ১৯৫০ ও ২০১৪ সালে ছেলেদের বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ব্রাজিলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে