শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১০:৪০:২৮

বাংলাদেশের টি-টোয়ন্টি বিশ্বকাপ দল ঘোষণায় সবচেয়ে বড় চমক যেটি

বাংলাদেশের টি-টোয়ন্টি বিশ্বকাপ দল ঘোষণায় সবচেয়ে বড় চমক যেটি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়ন্টি বিশ্বকাপের দল ঘোষণায় সবচেয়ে বড় চমক ছিল তাসকিন আহমেদের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া। বড় আসরের আগে হুট করেই এই দায়িত্ব পেয়েছেন তারকা পেসার। এখন অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করার এই পেসারের লক্ষ্য। বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে এই বিষয়ে কথা বলেছেন তাসকিন।

বিশ্বকাপকে সামনে রেখে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ইতোমধ্যে দেশটিতে পা রেখেছে টাইগাররা। দেশ ছাড়ার আগে বিশ্বকাপ দলের সবাই নিজের অনুভূতি নিয়ে কথা বলেছেন বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে। শুক্রবার (১৭ মে) তাসকিন আহমেদের সেই প্রতিক্রিয়ার ভিডিও প্রকাশ করেছে বিসিবি। 

সহ-অধিনায়কের দায়িত্ব নিয়ে তাসকিন বলেন, 'আমি অনেক ভালো অনুভব করছি। দলেও আছি, সহ-অধিনায়কও হয়েছি। শুকরিয়া আল্লাহ্‌র কাছে। দল ঘোষণা যখন পিছিয়েছে, একটা জিনিসই মনে পড়েছে যে ২০১৯ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। আরেকটা বিশ্বকাপে আমার অপেক্ষায় দল ঘোষণা দুই দিন পিছিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের। চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার।'

জাতীয় দলের একজন সদস্য হিসেবে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তাসকিন বলেন, 'বাংলাদেশ দলে যখনই সুযোগ পাই, প্রতিবার অন্যরকম এক অনুভূতি হয়। দেশের হয়ে খেলার অন্যরকম এক গর্ব, অনুভূতি। এটা ব্যাখ্যা করা কষ্ট আমার জন্য। যখন আমি আবার ফিরে এসেছি, এরপর থেকে অনেক মূল্য দিই এই জায়গাকে।'
তিনি আরও বলেন, 'আমি যখন আড়াই থেকে তিন বছর বাইরে ছিলাম, তখন বুঝতে পেরেছি, বাংলাদেশ দলের হয়ে খেলার শান্তি অন্য কিছুতে নেই। এটা আসলে মূল্যহীন।

আমি বাংলাদেশ হয়ে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম। কারণ সবাই বলত আমি শেষ। নিজের সঙ্গে জেদ করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম যে আমি আরেকবার লাল-সবুজ জার্সি পরব।'

দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেছেন তাসকিন। এখন দলের দায়িত্ব নেয়ার সময় হয়েছে বলে মনে করেন তিনি, 'এখন আমার দেওয়ার সময়ও হয়েছে। আমি আগের চেয়ে উন্নতি করেছি, অভিজ্ঞ হয়েছি। 

এত বছর খেলে আমি যদি উন্নতি না করি তবে আমি আমার দেশের সঙ্গে অন্যায় করছি। এত বছর ক্রিকেট বোর্ড আমাকে টেনেছে, খেলিয়েছে, সুযোগ দিয়েছে, এখন আমার সময় পরবর্তী কয়েক বছর দেশকে ভালো কিছু দেওয়ার।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে