স্পোর্টস ডেস্ক : ৫০ ওভারের হোক বা ২০ ওভারের— আজ পর্যন্ত কোনও বিশ্বকাপেই ভারতের বিরুদ্ধে সফল হয়নি পাকিস্তান। ফাইনাল হোক বা গ্রুপ ম্যাচ, কোনও কোনও বার জয়ের দোরগোড়ায় এসে গেলেও, শেষ হাসি হেসেছে ভারত।
এবার ফের টি–২০ বিশ্বকাপে চিরশত্রুর সামনে তারা। এবার কী গাঁট পেরোতে পারবে সবুজ বাহিনী? কোচ ওয়াকার ইউনুস মনে করছেন, পরিস্থিতি অনেকটা একইরকম হওয়ায়, এবার হয়ত সাফল্য আসবে।
ইউনুস বলেন, ‘জানি, বড় প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ফলাফল ভাল নয়, বিশেষত বিশ্বকাপে। কিন্তু আমাদেরও এবার তরুণ দল। এছাড়া ভারতের পিচ অনেকটা একইরকম হওয়ায় আমরা যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি।’
তবে মেনে নিচ্ছেন, ভারতকে হারানোটা সব থেকে কঠিন কাজ। ‘পিচের ওপর অনেক কিছু নির্ভর করবে। ভারতও বেশ ভারসাম্যযুক্ত দল। লড়াই কঠিন হবে বলেই আমার ধারণা,’ বলেছেন ওয়াকার।
তিনি কোচ থাকাকালীনই ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে এবং ২০১৫ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে হারে পাকিস্তান। সেই হারের কথাই মাথায় রেখেও তার উক্তি, টি–২০ ফরম্যাট অনেকটা আলাদা, ফলে আত্মবিশ্বাস থাকলেই জয় অবশ্যম্ভাবী। ‘খেলোয়াড় এবং কোচ হিসেবে আমার লক্ষ্য এই বাধা অতিক্রম করবো। কিন্তু টি–২০–তে অনেক কিছুই নির্ভর করে আত্মবিশ্বাসের ওপর। পিচ এবং পরিস্থিতি বুঝে খেললে, যে কোনও দিন যে কেউ জিততে পারে’, মন্তব্য ওয়াকারের।
পাকিস্তানের টি–২০ দলে এমন ৫ খেলোয়াড় রয়েছেন, যারা আগে দেশের হয়ে টি–২০ খেলেননি। তবু নির্বাচকেরা আস্থা রেখেছেন তাজা রক্তের ওপরেই। ওয়াকারও তাদেরই সমর্থন করেছেন। বলছেন, ‘আমার সঙ্গে কথা বলেই নির্বাচকরা দল বেছেছেন। আমাদের তরুণ দল এবং আমি ওদের কাছে ধারাবাহিকতা চাই।’
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস