স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের সুবাধে এক নক্ষত্রকে খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট। এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় হয়েছে।
দেশের এই সাফল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এক যুবক শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডই নয় নজর কেড়েছেন আইসিসির।
আইসিসি তার গুনগান গেয়ে বার্তা দিয়েছে এর আগে। এবার হয়তো সবাই বুঝেই গেছেন কে এই অলরাউন্ডার। যুব বিশ্বকাপে ৬০ এর উপরে তার গড় রান অন্যদিকে উইকেট নিয়েছে ১২টি।
মেহেদি হাসান মিরাজের এমন পারফর্মে সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলে শিগগিরই ডাক পেতে যাচ্ছেন মিরাজ।
এই বিষয়ে মেহেদি হাসান মিরাজ বলেন, আমি জাতীয় দলে ডাক পেলে নিজের সেরা দেয়ার চেষ্টা করব। জাতীয় দলে ১০ বছর খেলতে চাই।
বয়সের কারণে অনুর্ধ্ব-১৯ দলে আর বেশি দিন থাকা হচ্ছে না মিরাজের। মিরাজের পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে জাতীয় দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো যে কোনো সময়ই এই চমকের ঘোষণা দেবে।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর