স্পোর্টস ডেস্ক : কারা খেলবে সেমিফাইনাল? টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রশ্নে একেক জনের উত্তর একেক রকম। ভারতের যুবরাজ সিং বলেছিলেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বললেন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও ইংল্যান্ডের কথা।
ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে বিশ্বকাপের স্বাগতিক। তাই সেমিফাইনাল খেলার দৌড়ে তাদের এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। ভারত ও ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন কৌশল ও দলগত বিচারে। তবে সেমিতে রাখলেও পাকিস্তানকে ভুগতে হতে পারে বলে মনে করেন হাফিজ।
মাস দুয়েক আগেও পাকিস্তান ক্রিকেটের পরিচালকের দায়িত্বে থাকা হাফিজ এআরআই নিউজকে বলেন, ‘পাকিস্তানি হিসেবে আমি সব সময় দেশের পাশেই থাকব, পারফরম্যান্স যাই হোক না কেন। এটা স্বাভাবিক। মনে হয় সঠিক ফরমেশন ও মাইন্ডসেটের অভাবে পাকিস্তান ভুগবে।’
সেমিফাইনালিস্ট কারা হবে, এমন প্রসঙ্গে হাফিজ বলেন, ‘আমি আবার পাকিস্তানের নামটাই নেব। কৌশল ও সঠিক ফরমেশন অনুযায়ী এগোলে ভারত ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভালো খেলতে পারে। ওয়েস্ট ইন্ডিজও ভালো খেলবে, ইংল্যান্ডও।’
কারা সেমিফাইনালে খেলবে, এমন প্রশ্নে অবাক করা উত্তর দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়া। বাকি তিনটা আপনি বেছে নিতে পারেন।’ উপস্থাপিকা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘বাকি তিন দল কারা?’ জবাবে হেসে হেসে এবারও কামিন্স বলেন, ‘আমার কিছু আসে যায় না। আপনি যে কোনো তিনটা বেছে নিতে পারেন।’
ব্রায়ান লারা সেমিফাইনালিস্টের তালিকায় রেখেছেন আফগানিস্তানকেও। পাশাপাশি সেখানে নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকে সেমিতে দেখছেন তিনি। তার মতে, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, ইংল্যান্ডের পাশাপাশি আফগানিস্তানও সেমিফাইনালে জায়গা করে নেবে।
১ জুন উদ্বোধনী হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের, টেক্সাসে খেলা গড়াবে ২ জুন থেকে। সব মিলিয়ে ২০টি দল অংশগ্রহণ করছে এই আসরে। যেখানে অস্ট্রেলিয়ার পাশাপাশি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে অনেকে ফেবারিট মনে করছেন।