রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪০:৪২

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মিরপুরে স্টেডিয়ামে ভারতীয় শিবিরে অঘটন

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মিরপুরে স্টেডিয়ামে ভারতীয় শিবিরে অঘটন

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি মাঠে গড়ায় সকাল নয়টার দিকে। ফাইনালের লড়ায়ে মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যায় ক্যারিবীয় দেশ ওয়েস্ট ইন্ডিজ। লড়াইয়ের শুরুতেই ভারতীয় শিবিরে অঘটন ঘটে।

এর নায়ক ক্যারিবীয়রা। শুরুতে টসে হেরে যায় ভারত। ক্যারিবীয়রা ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। দলীয় ৮ রানেই মূল দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে ভারত।

ক্যারিবীয়দের বোলিং তোপে বিপদের মুখে ভারত। তবে ভারতের অতীত বলে তারা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে।

চাপকে সামাল দিয়ে ছন্দময়ী ক্রিকেট উপহার দিতে পারে। এখন সে চেষ্টার পথে রয়েছে ভারত। তবে ফাইনাল ম্যাচ বলে কথা।

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে তাদের সক্ষমতার মধ্যে দিয়েই পড়াজিত করেছে। বাংলাদেশের বিপক্ষে নানা কৌশল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামে।

মিরপুরে সেমিফাইলের লড়াইয়ে সেদিন তারা সে পরিকল্পনা বাস্তবায়ন করে। ভারতের বিপক্ষেও বিশেষ প্লান নিয়েই মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই মুহূর্তে অন্তত এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে