স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বিশ্ব আইকন সাকিব আল হাসানই এবারের টপ নিউজ। কি হয়েছে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের?
এমন প্রশ্ন কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের। আরব আমিরাতে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দুইজনেই খেলছেন করাচি কিংসের হয়ে।
সবার দৃষ্টি এই দলের দিকে। দুইজন বাংলাদেশি ক্রিকেটার কেমন খেলেন সেটা দেখতে আগ্রহের কোন শেষ নেই কোটি টাইগারপ্রেমীর।
সাকিব আল হাসান এর আগে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েই বিশ্বসেরা হয়েছেন। দেশসেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন।
কিন্তু এই ছন্দময়ী সাকিব আল হাসানকে কিন্তু পারফর্মের দিক থেকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। পিএসএলে সাকিব প্রথম ম্যাচে ব্যাট বলে দারুণ খেলেন। হন ম্যাচসেরা।
কিন্তু এর পরেই বাজে ফর্মের বৃত্তে সাকিব আল হাসান। নিজের প্রথম ম্যাচে দারুণ খেলার পরে হতাশার ঘোরে মুশফিকুর রহিমও।
চার ম্যাচ ধরে ব্যাট হাতে রান পাচ্ছেন না সাকিব। নিয়ন্ত্রিত বলও করতে পারছেন না। সাকিবের উইকেট প্রাপ্তিও উল্লেখ করার মত নয়।
মুশফিক নিজের দ্বিতীয় ম্যাচে ৬ রান করে আউট হন। ভক্তদের প্রত্যাশা থেকে অনেক দূরে রয়েছেন এই দুই ক্রিকেটার।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর