স্পোর্টস ডেস্ক : হাওয়াই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন, সেখানে গিয়েই স্ট্রোকে আক্রান্ত হন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার জোসি ডুলি। চিকিৎসার জন্য প্রথমে পাশ্ববর্তী হনলুলুতে নেওয়া হয়েছিল। পরে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ব্রিসবেনের এক হাসপাতালে এই মুহূর্তে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। ডুলির অসুস্থতার খবর নিশ্চিত করেছে দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসএসিএ)।
নারীদের বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলে থাকেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। এসএসিএ এক বিবৃতিতে জানিয়েছে,‘গত ১৫ এপ্রিল হাওয়াইয়ের দ্বীপ কাউয়াইয়ে থাকার সময় স্ট্রোকে আক্রান্ত হন ডুলি। পরে তাকে হনলুলুর কুইন্স হাসপাতালে ১৮ দিন চিকিৎসার পর এয়ার অ্যাম্বুল্যান্সে দেশে ফিরিয়ে এনে পরবর্তী চিকিৎসা শুরু করা হয়েছে।
তারা আরও জানিয়েছে, শেষ ১২ দিন স্নায়ুবিজ্ঞান বিভাগে চিকিৎসাধীন ছিলেন ডুলি। একবার অস্ত্রোপচার হয়েছে। স্নায়ু সংক্রান্ত সমস্যা এখনও রয়েছে। ব্রিসবেনের হাসপাতালে সেই সংক্রান্ত চিকিৎসা চলছে। ক্রিকেটারের পরিবারের অনুরোধকে সম্মান জানিয়ে এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল।’
এসএসিএ জানিয়েছে, ডুলির শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। চিকিৎসাধীন হলেও এখন অনেকটা ভালো রয়েছে। কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার, আত্মীয়, বন্ধুদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ডলি।’
উইকেটরক্ষক এই ব্যাটার কবে আবার মাঠে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত। মহিলাদের বিগ ব্যাশ লিগে ৭৪টি ম্যাচ খেলে ৮৪৭ রান করেছেন তিনি। উইকেটের পেছনে ৩১টি ক্যাচ এবং ১৩টি স্টাম্প করার কৃতিত্ব রয়েছে তার।