স্পোর্টস ডেস্ক : আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিকে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করে এই পুরস্কার জিতেছেন পেপ। এর আগে আরও ৪ বার প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন এই স্প্যানিশ কোচ।
তর্কসাপেক্ষে সর্বকালের সেরা কোচদের একজন গার্দিওলা। তবে বর্তমান সময়ে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটা এগিয়ে আছেন তিনি। ক্যারিয়ারে সফলতার এক একটি পালক যুক্ত করে নিজের মুকুটকে করছেন ভারী।
স্পেনে থাকাকালীন পেপের সঙ্গে হোসে মরিনহোর দ্বৈরথ বেশ উপভোগ্য ছিল। নিজেকে স্পেশাল ওয়ান ঘোষণা দেয়া পর্তুগিজ কোচকে নাকানি-চুবানি কম খাওয়াননি তিনি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে যুক্ত হবার পর হয়ে উঠেন অপ্রতিরোধ্য।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আক্ষেপে পুড়েছেন পেপ গার্দিওলা। তবে ইপিএল তার হাতের মুঠো থেকে কেড়ে নিতে পারেনি কেউ। চোয়ালবদ্ধ লড়াই আর উর্বর মস্তিষ্কের কারিকুরিতে শেষ রাউন্ডের ম্যাচে টানা চতুর্থ শিরোপা জেতে পেপের দল। রেকর্ড গড়ার মৌসুমে তাকে সেরা কোচের খেতাব দিতে দ্বিতীয়বার ভাবেনি জুরি বোর্ড।
পঞ্চমবারের মতো বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে বেশ ঘাম ঝড়াতে হয়েছে পেপ পার্দিওলার। পুরো মৌসুম জুড়ে তাকে ছায়ার মতো তাড়িয়ে বেরিয়েছেন আর্সেনাল বস মিকেল আর্তেতা। লিভারপুলের হয়ে শেষ মৌসুম কাটানো ইয়ুর্গেন ক্লপ বারবার ফেলেছেন চ্যালেঞ্জের মুখে। এছাড়াও এবার সেরা হওয়ার দৌড়ে ছিলেন অ্যাস্টন ভিলার উনাই এমিরি এবং বোর্নমাউথের এন্ডনি ইরাওলা।
সেরা কোচ হওয়ার পর ম্যানচেস্টার সিটি বস বলেন, 'আমি এই অর্জন ভাগ করতে চাই। বিশেষ করে মিকেল আর্তেতার কথা বলব। পুরো মৌসুম জুড়ে সে দারুণ করেছে। অবশ্যই ইয়র্গেন ক্লপের কথাও বলতে হবে। তার সঙ্গে আমার লড়াই হয়েছে অনেক মৌসুমে। এছাড়াও উনাই এমিরি দারুণ করেছে। অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে তুলেছে। এটা সম্মানের, সবাই মিলে আমাকে সহযোগিতা করেছে এটা জয় করতে।'
এর আগে আরও ৪ বার এই পুরস্কার জেতার রেকর্ড আছে ফোডেন-ডি ব্রুইনাদের গুরুর। নিজে সমৃদ্ধ হয়েছেন, সমৃদ্ধ করেছেন ম্যানচেস্টার সিটির শিরোপার শোকেস। সম্ভাব্য সব চ্যাম্পিয়নশিপই উপহার দিয়েছেন ক্লাবকে। ইপিএলকে তো বানিয়েই ফেলেছেন একপেশে।
সব মিলিয়ে সিটিজেনদের হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ জিতেছেন পেপ গার্দিওলা। এই অর্জন তাকে যৌথভাবে ইংলিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা কোচের সিংহাসনে বসিয়েছে। সর্বোচ্চ ১১ ট্রফি নিয়ে তালিকার শীর্ষে আছেন ইউনাইটেডের সাবেক কোচ কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন।