স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিণ মতুর্জা প্রেম করেই বিয়ে করেছেন। ছোট বেলার স্কুল সহপাঠী ও খেলার সাথির সাথেই তার প্রেম। তিনি নিজের মুখে বললেন সেই রোমাণ্টিক কাহিনী।
মাশরাফির স্ত্রী সুমনা হক সুমী। মাশরাফির ছোট বেলার নিত্য সঙ্গী ছিলেন এই সুমি। মাশরাফি বিণ মতুর্জা এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের প্রেমের গল্প।
মাশরাফি বলেন, একই ক্লাসে পড়ার সময় আমরা দু’জন দু’জনের প্রেমে পড়ে যাই। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম না।
আমাকে নিয়ে চিন্তা ছিল ওর। মাশরাফি বলেন, পরীক্ষার সময় আসলে আমাকে নিয়ে চিন্তা বেড়ে যেত সুমির। নোট ও সাজেসন নিয়ে ব্যস্ত হয়ে পড়ত।
বাড়ির পাশের মেয়ে সুমির সাথে মাশরাফির প্রেমের সম্পর্ক জানাজানি হলে বেশ জটিলতায় পড়েন তারাই দুইজনেই।
মাশরাফির পরিবারের প্রশ্ন ছিল তুই কেন প্রেমে পড়বি? মাশরাফি বলেন, আমাদের বিয়ে নিয়েও অনেক ঝামেলা হয়।
পরে অবশ্য পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়। মাশরাফি বলেন, আমার জন্য আমার স্ত্রী অনেক কিছু ত্যাগ করেছে। ও আলাদাভাবে ক্যারিয়ার গড়তে পারত।
কিন্তু আমার কথা রেখেই সে পথে হাঁটেননি সুমি। মতুর্জা বলেন, আমি এখন ক্রিকেট নিয়ে পড়ে থাকি। আর ও ঘর সামাল দেয়। সুমি না থাকলে এই কাজটা কে করত বলেও প্রশ্ন মাশরাফির।
মাশরাফি বলেন, এই মেয়েটির সাথে আমার পরিচয় না হলে আমি হয়তো আজকের অবস্থানে আসতে পারতাম না।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর