স্পোর্টস ডেস্ক : মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে চলছে বিশ্বকাপের ফাইনাল। ফাইনাল ম্যাচে লড়াই শুরু হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।
মিরপুরের স্টেডিয়ামে লক্ষ্য করা গেছে ক্যারিবীয়দের তাক লাগানো তাণ্ডব। বিশ্বকাপের ফাইনালের মত আসরে ক্যারিবীয় তাণ্ডবে বিধ্বস্ত ভারতীয় শিবির।
ক্যারিবীয়রা জ্বলে ওঠেন বল হাতে। আর তাতে কূল হারিয়েছে ভারত। ৪৫.১ ওভার খেলা শেষে ১০ টি উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ মাত্র ১৪৫ রান।
মিরপুরে ক্যারিবীয়দের আক্রমণে ভারতীয় ব্যাটসম্যানরা স্বস্তি খুঁজছেন প্যাবিলিয়নে! মাত্র একজন ব্যাটসম্যান ছাড়া কোনো ভারতীয় ব্যাটসম্যান সাফল্য পাননি এদিন। সরফরাজ খান ৫১ রান করেছেন। অন্যরা সবাই ব্যর্থ।
১৪৫ রানে সবাই ফিরেছেন প্যাবিলিয়নে। জোসেফ ও জন এই আক্রমণের মূল নায়ক। তারা দুই জনেই ৩টি করে উইকেট পান।
পল দুটি, হোল্ডার ১টি ও স্প্রিঙ্গার ১টি করে উইকেট শিকার করেন। বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য এখন ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য মাত্র ১৪৬ রানের।
ভারত বোলিং আক্রমণে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে এখন। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী।
বিশ্বকাপের শিরোপা তুমি কার? বলে যে একটি প্রশ্ন সবার মনে। আর কিছুক্ষণ পরেই পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর