শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১০:৫১:৩৮

এটা আসলে দক্ষতার ব্যাপার নয়, আমাদের মানসিকতা বদলাতে হবে: হারের লজ্জার পর শান্ত

এটা আসলে দক্ষতার ব্যাপার নয়, আমাদের মানসিকতা বদলাতে হবে: হারের লজ্জার পর শান্ত

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মাত্র ১৪৪ রানে থামিয়েও জিততে পারল না বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে আইসিসির সহযোগী সদস্য দলের বিপক্ষে ১৯.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয় টাইগররা। মাত্র ৬ রানে হেরে সিরিজ হারের লজ্জার নজির গড়ল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ১৪৫ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানের হার নিয়ে খেলা শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এটা আসলে দক্ষতার ব্যাপার নয়। আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারব।’

জাতীয় দলের এই টপঅর্ডার ব্যাটসম্যান আরও বলেন, ‘সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে