রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩৮:০০

পিএসএল খেলতে এসে অসি তারকা ওয়াটসন আহত

পিএসএল খেলতে এসে অসি তারকা ওয়াটসন আহত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে খেলতে আসেন অস্ট্রেলিয়ার তারকা শেন ওয়াটসন। শনিবার ইসলামাবাদের হয়ে মাঠে নামেন তিনি।

বল করার সময় আহত হন তিনি। বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। আর এর মাত্র কয়েকদিন আগেই অঘটনের শিকার অস্ট্রেলিয়া।

তাকে সুস্থ হতে এক মাসের বেশি সময় নিতে হবে। পিএসএল শেষ হয়েছে তার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে নিয়ে রয়েছে শঙ্কা।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য শেন ওয়াটসন। এবার তাকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া। জানা যায়, বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়াটসনের মাঠে নামার কোনো সম্ভবনা নেই।

তবে পরে অবশ্য সুস্থ হয়ে উঠতে পারেন তিনি।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে