স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক ক্রিকেটার মানজারুল ইসলাম রানা এখন সবার স্মৃতিতে। দেশের ক্রিকেটে রানা রেখেছিলেন অনন্য এক কীর্তি।
২০০৫ সালের এই ঘটনাকে অনুসরণ করে নিজেদের ভাগ্য বদলাতে চায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে প্রথম দুই ম্যাচে হারের পর সিরিজ জয়ের উদাহরণ সৃষ্টি করেছিল রানা সমৃদ্ধ বাংলাদেশ ক্রিকেট টিম।
এই পথে রয়েছে এখন দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। এর পরে টানা দুই জয়ে সমতায় ফেরে আমলারা।
শেষ ম্যাচটি জয়ে ইতিহাসের মাইলফলক স্পর্শ করতে চায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে সমতায় ফেরানোর দুই ম্যাচে নায়ক ছিলেন রানা।
শেষ ম্যাচে তাণ্ডব ছিল রফিক ও আফতাব আহমদের। পাকিস্তানও এর আগে একবার এমন একটি জয় পেয়েছে। সেটি ছিল ভারতের বিপক্ষে।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ম ম্যাচে জয় পেয়ে এমন একটি ঘটনার জন্ম দিতে চায় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২১ ওভার খেলা শেষে এরই মধ্যে ১০৫ রান করেছে।
৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দুটি উইকেট নিয়েছেন ইমরান তাহির।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর