রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:২৪:৩০

বাংলার মাটিতে ভারতের স্বপ্ন ভেঙে চুরমার করলো ওয়েস্ট ইন্ডিজ

বাংলার মাটিতে ভারতের স্বপ্ন ভেঙে চুরমার করলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১৪৫ রানে অল আউট ভারত। যুব বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বলের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় কোনো ব্যাটসম্যান।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ফেবারিট ভারতকে মাত্র ৪৫.১ গুটিয়ে দিয়ে নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেছেন অধিনায়ক হেটমায়ার।  পাঁচ উইকেট হতে রেখে ভারতের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন।

এদিন শিরোপা নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটসম্যানরা। ক্যারিবীয় পেসারদের তোপে পড়ে ৪৫ ওভার ১ বলে মাত্র ১৪৫ রানে অলআউট হয়ে যায় ভারতীয়রা। স্বল্প পুঁজি নিয়েও ভারতের বোলাররা অবশ্য লড়াই করেছিলেন। তবে ক্যাচি কার্টি ও কেমো পলের দারুণ ব্যাটিংয়ে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে শিরোপা-উৎসবে মাতে ক্যারিবীয়রা।

১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে