রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৬:২৭

সেই খবিশ রমিজ্জা এবার বাংলাদেশি ক্ষুব্ধ সমর্থকদের নিয়ে করলেন অবাক করা উক্তি

সেই খবিশ রমিজ্জা এবার বাংলাদেশি ক্ষুব্ধ সমর্থকদের নিয়ে করলেন অবাক করা উক্তি

স্পোর্টস ডেস্ক : কথায় বলে জিহ্বা দিয়ে মানুষকে কাছে টানা যায় আবার এই জিহ্বা দিয়েই মানুষকে ছুঁড়ে দেয়া যায় বহুদূরে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে আইসিসির বিশেষ দায়িত্বে থাকা রমিজ রাজা বাংলাদেশের দুই ক্রিকেটারের সাথে যেমন খারাপ ব্যবহার করেছে সেটা তো সবারই জানা।

সাকিব ও তামিম ইকবালকে রীমিমত অপমান করেছিলেন রমিজ রাজা। টাইগারপ্রেমীদের ভাষায় রমিজ রাজাকে সম্মোধন করলে বলতে হয়ে, রবিশ গাঁজা, রাবিশ গাঁজা, খবিশ রমিজ্জা ইত্যাদি ইত্যাদি..।

এই খবিশ রমিজ্জা পাল্টে গেলেন রাতারাতি। টাইগারপ্রেমীরা রমিজের উপর যে কতটা ক্ষুব্ধ এটা ভালো করেই জানতে পেরেছেন রজিম রাজা।

দেশ-বিদেশের পত্রিকায় তাকে নিয়ে নানা সমালোচনা দৃষ্টি কেড়েছে তার। যাইহোক শুক্রবারের পিএসএল লড়াইয়ে গ্যালারিতে হাজির হন অনেক টাইগারপ্রেমী।

তামিমকে দেখে গ্যালারির টাইগার টাইগার আওয়াজে মুগ্ধ হন রমিজ। এদিনও ম্যাচ সেরার পুরস্কার আনতে যান তামিম।

তখন গ্যালারির গর্জণ শুনতে পান রমিজ রাজা। সে সময় বাংলাদেশি সমর্থকদের নিয়ে রমিজ রাজা বলেন, তামিম আপনি দেখতে পাচ্ছেন গ্যালারিতে কি হচ্ছে।

তামিম ইকবাল রমিজ রাজাকে বলেন, হ্যাঁ দেখতে পাচ্ছি গ্যালারিতে অনেক বাংলাদেশি সমর্থক রয়েছেন। এদিন সুর নরম হয় রজিজের।

অবাক করা উক্তিতে রমিজ এদিন প্রশংসা করেন গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকদের। তামিমকে উচ্চস্বরে বলেন, ইউ আর ব্রিলিয়ান্ট। রমিজের এমন উক্তিতে হর্ষ ধ্বনিতে এক সাথে হেসে ওঠেন সকল ক্রিকেটপ্রেমীরা।

যেই রমিজ রাজা একই মাঠে বিকর্তের জন্ম দিয়েছিলেন তিনি এর পরে তামিমকে পেয়ে করেন এমনই উক্তি!
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে