স্পোর্টস ডেস্ক : গত বছরের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। এরইমধ্যে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি হাতছানি দিয়ে ডাকছে তাকে।
পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেয়া মেসি এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে করেছেন ২৪ গোল। আর ৬টি গোল করলেই সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন তিনি। এখন এই পজিশনটি দখল করে আছেন মেসির এক সময়ের জাতীয় দলের সতীর্থ গঞ্জালো হিগুয়েন। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে এই আর্জেন্টাইন মায়ামির হয়ে করেন ২৯ গোল।
মেসির উপরে আছেন আরও একজন। ইকুয়েডরের লিওনার্দো কাম্পানা ডেভিড বেকহ্যামের দলের হয়ে ৮০ ম্যাচে করেছেন ২৭ গোল। ২৪ গোল করতে মেসিকে খেলতে হয়েছে ২৮ ম্যাচ। সবশেষ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে একটি গোল করেছেন তিনি। যদিও তার দল ওই ম্যাচে হেরে গেছে ৩-১ গোলে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টার মায়ামি। ২০২০ সাল থেকে লিগে খেলতে শুরু করে তারা।