শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১১:৫৬:২৪

আমার জন্য এটা গর্বের ও আনন্দের : সাকিব

আমার জন্য এটা গর্বের ও আনন্দের : সাকিব

স্পোর্টস ডেস্ক : প্রশ্নটা শুনতে হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেনকে, এবারই তাহলে শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান? এমন কৌতূহল বাড়তে দেননি বাংলাদেশ অলরাউন্ডার। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিসিবির রেকর্ড করা এক ভিডিওতে জানিয়েছেন, এখনই বিদায় বলবেন না তিনি। দেশের জার্সি তুলে রাখার আগে খেলতে চান আরো একটি বিশ্বকাপ।

সাকিব বলেন,  'আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।'

২০০৭ সালে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হয় তখন থেকেই এই সংস্করণের বাংলাদেশ দলের নিয়মিত মুখ সাকিব। এরপর প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের দলে থাকা এই বাঁহাতি অলরাউন্ডার ভারতের অধিনায়ক রোহত শর্মার সঙ্গে ভাগাভাগি করে রেকর্ড নবম বিশ্বকাপে নামার অপেক্ষায়।  

এমন অর্জনের সামনে দাঁড়িয়ে গর্বিত সাকিব, 'প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে