রবিবার, ০২ জুন, ২০২৪, ১০:০৫:০২

শেষ পর্যন্ত হাসপাতালে এক বাংলাদেশি ক্রিকেটার

শেষ পর্যন্ত হাসপাতালে এক বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : বড় হার দিয়েই বিশ্বকাপের প্রস্তুতির পর্ব শেষ করল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে ৬০ রানের বড় ব্যবধানে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ব্যাটিং ব্যর্থতার লজ্জাজনক এক প্রদর্শনীই দেখিয়েছে টাইগারদের ব্যাটিং ইউনিট। 

তুলনামূলক ধীরগতির এই পিচেও ভারত আগে ব্যাট করে তুলেছে ১৮২ রান। বিপরীতে টপঅর্ডারের চরম ব্যর্থতার দিনে ১২২ রান করেছে বাংলাদেশ। তবে হারের পাশাপাশি এই ম্যাচে বড় দুশ্চিন্তা হয়ে এসেছে শরিফুল ইসলামের হাতে ব্যাথা পাওয়ার ঘটনা। 

ভারতের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে বোলিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। নিউইয়র্কে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ভারতের ব্যাটিংয়ের ২০তম ওভারে বল করতে এসেই আঘাত পান শরিফুল। হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। এরপরই মাঠ ছেড়ে যান এই পেসার।

আঘাত পেয়ে মাঠ ছাড়লেও শরিফুলের আঘাত ঠিক কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শরিফুল ইসলামের সবশেষ অবস্থা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'সে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে, আশা করি সুস্থ হয়ে দ্রুত ব্যাক করবে। বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত। সবারই শান্ত থাকা এবং পারফর্ম করা দরকার।'

গেল কয়েক বছর ধরে বাংলাদেশ দলের পেসাররা বল হাতে নিয়মিত ভালো বোলিং করে চলেছেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শঙ্কা জেগেছে টাইগার পেসারদের নিয়ে। গেল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন আহমেদ। অবশ্য বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শুরুর আগেই টাইগার পেসারের সেরে ওঠার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে