স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি ঝালিয়ে নেয়ার সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। এরপর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা।
ভারতীয়দের বিপক্ষে এই ম্যাচেও হারতে হয়েছে লাল-সবুজের দলকে। এদিকে হার ছাপিয়ে এখন আলোচনায় শরিফুল ইসলামের ইনজুরি।
গতকালের ম্যাচে খেলতে নেমে নিজের বা হাতে চোট পেয়েছিলেন শরিফুল। ভারতের বিপক্ষে নিজের শেষ ওভার করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে বা হাতে চোট পান টাইগার এই পেসার। এরপর আর বল করতে পারেননি তিনি। চোট পাওয়ার পরই তাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে নেয়া হয়।
শরিফুলের চোট কতটা গুরুতর তা গতকাল ম্যাচ শেষে জানতে চাওয়া হয়েছিল অধিনায়ক নাজমুল শান্তর কাছে। টাইগারদের অধিনায়ক জানিয়েছিলেন, পর্যবেক্ষণে আছেন শরিফুল। তবে আজ জানা গেছে, টাইগার এই পেসারের বা হাতে ৬টি সেলাই লেগেছে।
বোলিং হ্যান্ডে ৬টি সেলাই পড়ায় এখন আগামী ৮ জুন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুল খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
টাইগার এই পেসারের চোট নিয়ে এক ভিডিওবার্তায় বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘শরীফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’
শরিফুলের চোটের সবশেষ অবস্থা জানতে আরও দুইদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক। তিনি বলেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’
এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শরিফুলের সুস্থ হয়ে ওঠতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয়। এদিকে চোট কাটিয়ে এখনো মাঠে ফেরা হয়নি তাস্কিন আহমেদের। এই মুহুর্তের শরিফুলের চোট বাংলাদেশের জন্য আরেকটি বড় ধাক্কা হয়েই আসতে পারে।
ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বাংলাদেশের দলের সঙ্গে আছেন পেসার হাসান মাহমুদ। শরিফুলের সবশেষ অবস্থা পর্যালোচনা করে হাসানকে স্কোয়াডে যোগ করতে পারে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। এমনটাই জানা গেছে ক্রিকবাজের প্রতিবেদন থেকে।