রবিবার, ০২ জুন, ২০২৪, ১২:০২:৩৫

এক নম্বরে লিওনেল মেসি

এক নম্বরে লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : রেকর্ড গড়া কিংবা ভাঙা এই খেলায় লিওনেল মেসি অনন্যই বলা যায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা। 

কোপা আমেরিকার সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটাও লেখা তার নামেই। অবশ্য সেটা যৌথভাবে। সব ঠিক থাকলে আসছে আসরে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড রেকর্ডটা নিজের দখলেই নিয়ে নেবেন।

লিওনেল মেসি
মেসি ছাড়াও কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে আছেন যারা আজকের পর্বে আমরা চোখ বুলিয়ে নেবো সেদিকেই।

লিওনেল মেসি : আর্জেন্টিনা (৩৪ ম্যাচ)
এখন পর্যন্ত মেসি কোপা আমেরিকায় খেলেছেন ছয় বার। যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া কোপায়ও আকাশি-নীলদের অধিনায়কদের আর্মব্যান্ড থাকবে মেসির হাতে। কানাডার সাথে ২১ জুন মাঠে নামলেই প্রথম ফুটবলার হিসেবে সাতটা কোপা খেলার রেকর্ড গড়বেন মেসি। সেই সাথে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটাও চলে যাবে তার দখলে। এখন পর্যন্ত মেসি ৩৪ টি ম্যাচ খেলেছেন। যা যৌথভাবে সর্বোচ্চ।

সার্জিও লিভিংস্টোন : চিলি (৩৪ ম্যাচ)
কয়েক দশক ধরেই কোপার সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের দখলে রেখেছিলেন চিলির কিংবদন্তী গোলকিপার সার্জিও লিভিংস্টোন। সব মিলিয়ে ছয়টি কোপায় ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। ব্রাজিলের সাথে মারাকানায় গেল কোপার ফাইনাল ম্যাচে মাঠে নেমে মেসি ছুঁয়ে ফেলেন লিভিংস্টোনকে। কানাডার সাথে রেকর্ডটা নিজের করে নেওয়ার সুযোগ আছে মেসির হাতে।

জিজিনহো : ব্রাজিল (৩৩ ম্যাচ)
ব্রাজিলিয়ান মিডফিল্ডার কোপায় ম্যাচ খেলেছেন ৩৩টি। যা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। এমনকি কোপায় সর্বোচ্চ গোলের তালিকায়ও সবার ওপরে আছে তার নাম।

ভিক্টর অগাস্টিন উগার্তে : বলিভিয়া (৩০ ম্যাচ)
বলিভিয়ার ফুটবলের সর্বোচ্চ গোলের রেকর্ডটা ভিক্টর অগাস্টিন উগার্তের। সেই সাথে দেশটির হয়ে কোপার সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও তার দখলেই। কোপায় তার ম্যাচ খেলার সংখ্যা ৩০।

ইয়োশিমার ইয়োতুন : পেরু (২৭ ম্যাচ)
পেরুর সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারিগর বলা হয় ইয়োশিমার ইয়োতুনকে। পাঁচ কোপায় সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ২৭ টি।

কার্লোস ভালদেরামা : কলম্বিয়া (২৭ ম্যাচ)
লাতিন আমেরিকা অঞ্চল ও কলম্বিয়া ফুটবলের কিংবদন্তী ধরা হয় কার্লোস ভালদেরামাকে। বাহারি চুলের ধরণের জন্যও বেশ পরিচিত তিনি। সব মিলিয়ে কোপায় কলম্বিয়ার জার্সিতে ভালদেরামা খেলেছেন ২৭ ম্যাচ। যা দেশটির হয়ে সর্বোচ্চ আর কোপার ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ।

গ্যারি মেডেল : চিলি (২৭ ম্যাচ)
চিলির টানা দুই কোপা জয়ে বড় অবদান রেখেছিলেন গ্যারি মেডেল। রক্ষণটা বেশ ভালো ভাবেই সামলেছিলেন তিনি। সব মিলিয়ে খেলেছেন পাঁচটি কোপা আমেরিকা। আর ম্যাচ খেলেছেন ২৭ টি।

লিওনেল আলভারেজ : কলম্বিয়া (২৭ ম্যাচ)
১৯৮০ থেকে ৯০ এক দশকে কলম্বিয়া কাটায় দারুণ সময়। কোপার শিরোপা না জিতলেও তিনবার তারা হয়েছে তৃতীয়। যেখানে বড় অবদান লিওনেল আলভারেজের। সব মিলিয়ে পাঁচ কোপায় খেলেছেন ২৭ ম্যাচ।

হাভিয়ের মাসচেরানো : আর্জেন্টিনা (২৬ ম্যাচ)
আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন চারটি ফাইনাল। ছিলেন দলের অন্যতম নেতা। তবে শিরোপা জিততে না পারার হতাশা নিয়েই শেষ পর্যন্ত তাকে যেতে হয়েছে অবসরে। সব মিলিয়ে তিনি কোপায় ম্যাচ খেলেছেন ২৬টি। যা আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।

ক্লাদিও ব্রাভো : চিলি (২৫ ম্যাচ)
চিলির হয়ে লম্বা সময় ধরে খেলে চলছেন ব্রাভো। জিতেছেন দুইবার শিরোপাও। আর্জেন্টিনাকে ২০১৬ তে ট্রাইবেকারে হৃদয় ভাঙার মূল কাজটাও করেছিলেন তিনি। ২০০৪ সালে অভিষেকের পর থেকে সব মিলিয়ে ৬ আসরে কোপায় ম্যাচ খেলেছেন ২৫ টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে