স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (আইপিএল)-এর বাজেভাবে দিন কাটাচ্ছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও পরবর্তী ম্যাচগুলোতে রান খড়া কাটাচ্ছেন সাকিব। বল হাতেও ভালো করতে পারচ্ছেন বাংলাদেশি এ ক্রিকেটার।
সাকিবের করাচি কিংস পঞ্চম ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুইটিতে। সেটি প্রথম ম্যাচেই সাকিবের ৫১ রান ও এক উইকেট নেয়ার সুবাদে। যে ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিবই। তবে পরের দুটি ম্যাচেই সাকিবরা হেরেছে। দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের কাছে করাচি হারে ৮ উইকেটে। এই ম্যাচে সাকিব ১৩ বলে করেন ১৭ রান। চার ওভারে ৪৩ রান নিয়ে পান একটি উইকেট।
এরপর তৃতীয় ম্যাচে ইসলামাবাদের কাছে মাত্র দুই রানে হেরে যায় করাচি। যে ম্যাচে সাকিব দুই ওভারে ১১ রান দিয়ে পাননি কোন উইকেটের দেখা। ব্যাট হাতে ২২ বলে করেছেন ২০ রান। পঞ্চম ম্যাচেও কুয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচে জ্বলে ওঠেনি সাকিবের ব্যাট। ১৯ বল মোকাবেলা করে মাত্র ১০ রান করে এই ম্যাচেও ব্যর্থতার পরিচয় দেন তিনি।
পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। করাচি কিংসের নিজেদের তৃতীয় ম্যাচ থেকে দলে জায়গা পেয়েছেন। মুশফিকের শুরুর দিনেই জয় কুড়ায় করাচি। মুশফিক প্রথম ম্যাচে রান পায় ১০। আর তার দ্বিতীয় ম্যাচে মুশফিক ৫ বল মোকাবেলায় করেন ৬ রান।
অতীতর ম্যাচেগুলোতে সাকিব-মুশফিক ব্যর্থ হলেও আজ আবারও সুযোগ এসেছে সাকিব-মুশফিক জ্বলে উঠার। আজ শারজায় সাকিব-মুশফিকের করাচি কিংস মুখোমুখি হবে ইসলামাবাদ। একাদশে রাখা হয়েছে বাংলাদেশি এ দুই টাইগারকে। এখন শুধু দেখার অপেক্ষায় ইসলামাবাদের বিপক্ষে সাকিব- মুশফিক কতটা জ্বলে উঠতে পারেন।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস