সোমবার, ০৩ জুন, ২০২৪, ০৮:০৬:৪০

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতীয় ক্রিকেটার কেদার যাদব। ভারতের হয়ে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা এই ক্রিকেটার সোমবার অবসরের ঘোষণা দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অবসর বার্তায় কেদার যাদব লিখেছেন, ‘আমার গোটা ক্যারিয়ারে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। দুপুর তিনটা থেকে আমাকে সব ধরনের ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত হিসাবে ধরে নিন।’

সেই সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও গানের সহযোগে নিজের ক্রিকেট জীবনের মুহূর্তগুলোর ছবি তুলে ধরেছেন। সঙ্গে ‘আপ কি কসম’ সিনেমায় কিশোর কুমারের গাওয়া ‘জিন্দেগি কে সফর মে’ গানটি ব্যবহার করেছেন তিনি। কেদারের এমন অবসর ঘোষণার সঙ্গে অনেকে মিল খুঁজে পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে।

ভারতের হয়ে ২০১৪ সালের ১৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল কেদার যাদবের। এরপর ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। একদিনের ক্রিকেটে ৭৩টি ম্যাচে দু’টি শতরান এবং ছ’টি অর্ধশতরানসহ ১৩৮৯ রান করেছেন। সেই সঙ্গে  ২৭টি উইকেটও ঝুলিতে রয়েছে তার।

টি-টোয়েন্টিতে ৯টি আন্তর্জাতিক ম্যাচে ১২২ রান করেছেন। রয়েছে একটি অর্ধশতরানও। অবশ্য কোনো উইকেট পাননি। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে ৮৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৭টি শতরান এবং ২৩টি অর্ধশতরানসহ ৬১০০ রান করেছেন। ২০১৯ সালে ভারতের বিশ্বকাপ দলে ছিলেন। দেশের জার্সিতে শেষ ম্যাচ ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ডের বিপক্ষে। আইপিএলে দিল্লি, চেন্নাই, কোচি, হায়দরাবাদ, বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে