রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩২:২০

এক নজরে দেখে নিন, যুব বিশ্বকাপের ইতিহাসে চ্যাম্পিয়ন কারা ?

এক নজরে দেখে নিন, যুব বিশ্বকাপের ইতিহাসে চ্যাম্পিয়ন কারা ?

স্পোর্টস ডেস্ক: আজ পর্দা নামলো বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ১১তম  আসরের। বোরবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনবারের চ্যাম্পিয়ন দল শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাস গড়ে আইসিসি ২০১৬ যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজের যুবারা। আসুন এক নজরে দেখে নিন, যুব বিশ্বকাপে ইতিহাস গড়ে এ পর্যন্ত চ্যাম্পিয়ন ও রানারআপ  হয়েছে কারা।

সাল               চ্যাম্পিয়ন             রানারআপ      
২০১৬             ওয়েস্ট ইন্ডিজ             ভারত
২০১৪             দক্ষিণ আফ্রিকা           পাকিস্তান
২০১২             ভারত                      অস্ট্রেলিয়া
২০১০             অস্ট্রেলিয়া                  পাকিস্তান
২০০৮            ভারত                 দক্ষিণ আফ্রিকা
২০০৬            পাকিস্তান             ভারত
২০০৪             পাকিস্তান            ওয়েস্ট ইন্ডিজ
২০০২             অস্ট্রেলিয়া          দক্ষিণ আফ্রিকা
২০০০             ভারত               শ্রীলঙ্কা
১৯৯৮            ইংল্যান্ড             নিউজিল্যান্ড
১৯৮৮           অস্ট্রেলিয়া           পাকিস্তান
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে