স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের আজ মাঠে থাকার কথা থাকলেও সেমি-ফাইনালে হোচট খেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো তার দল। কিন্তু এই মন খারাপের মাঝেও ব্যক্তিগত অর্জনের পুরস্কারটা পেলেন বাংলাদেশি এই অলরাউন্ডার। সেরাদের আসর বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হয়েছেন তিনি। তবে সেই পুরস্কার হাতে নিয়ে জানালেন আরো বড় স্বপ্নের কথা।
মিরাজ এখন স্বপ্ন দেখেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হওয়ার। যুব বিশ্বকাপের সেরা হওয়ার পর হাসি মুখে জানালেন, ‘আনন্দিত, রোমাঞ্চিত ঠিকই, ভালো করার প্রত্যাশাও ছিল, কিন্তু এতটা হবে ভাবিনি।’
দলে ফাইনালে উঠেনি তাই বলে একেবারে আশাহতও নন সদা হাস্যোজ্জ্বল এই তরুণ, ‘আমাদের লক্ষ্যটা অনেক বড় ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। কিন্তু পারিনি। তবে আশা করি ভবিষ্যতে হয়তো আমরা পারব।’
কালই বলেছিলেন তাঁর আগামীর লক্ষ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিটা গায়ে চড়ানো। সে লক্ষ্যেই তো তাঁর পথচলা। সেরা খেলোয়াড়ের পুরস্কারটা হাতে নিয়েও আবারও বললেন সেই লক্ষ্যের কথা, ‘আমার লক্ষ্য অবশ্যই জাতীয় দলে খেলা। নিজের খেলাটাকে আরও এগিয়ে নেওয়া।’ সঙ্গে আরও একটি স্বপ্ন দেখেন। সেই স্বপ্নটাও খুবই বাস্তব। এবারের যুব বিশ্বকাপে তাঁর অলরাউন্ড নৈপুণ্য তাঁকে এখন স্বপ্ন দেখাচ্ছে এই সত্তাটাকে আরও বিকশিত করার। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হওয়ার তাঁর লক্ষ্যটা তাই খুব একটা দূরেরও মনে হয় না।
প্রত্যয়ের সঙ্গেই বললেন, ‘আমি এক নাম্বার অলরাউন্ডার হতে চাই।’
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর