স্পোর্টস ডেস্ক: কুমার সাঙ্গাকারা, যেন ক্রিকেটের সর্বদা চিরকুমার এক ব্যাটিং গ্রেটের নাম। গত বছর আগস্টে কলম্বোর পি সারা স্টেডিয়ামে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা। বিদায়ের আগে ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার লঙ্কান এই গ্রেটকে প্রাপ্য সম্মান জানালেন ‘ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার’ খেতাব দিয়ে। সেই খেতাব সত্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর বার বার প্রমাণ দিয়েছেন সাঙ্গা। অবসরে পরও তার ব্যাট যে হেসেছে অসংখ্য বার। মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে (এমসিএল)-এর নতুন করে আবারো দেখিয়েছেন লঙ্কান এ গ্রেট।
শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাস্টার্স চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ক্যারিবীয় তারকা ব্রায়ান লারার দল লিও লায়ন্সকে ১৬ রানে হারিয়ে শিরোপা জিতলো বীরেন্দর শেবাগ এবং কুমার সাঙ্গাকারার দল জিমিনি অ্যারাবিয়ান্স।
এদিন প্রথমের টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সাঙ্গাদের উইকেট হারিয়ে ফেলে অ্যারাবিয়ান্সরা। তবে রিচার্ড লেভির ২১,কুমার সাঙ্গাকারার ২৬ বলে ৩০ আর জাস্টিন কেম্পের অপরাজিত ২৯ বলে ৩২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে অ্যারাবিয়ান্স।
জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় লিও লায়ন্স। হামিশ মার্শালের ৪০ বলে ৪৬ কিছুটা স্বস্তি দিয়েছিল দলকে। ব্রায়ান লারার (২৮) সঙ্গে মিলে ৫৬ রানের একটি জুটিও গড়েছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তবে রবিন পিটারসেন অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৫ রান করে। এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই এদিন দুই অঙ্কের রানের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে ১৬ রানের হার নিয়ে শিরোপা হাতছাড়া করতে হয় লারার দলকে।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস