বুধবার, ০৫ জুন, ২০২৪, ১০:২৯:৪৪

রিকি পন্টিংয়ের চোখে বিশ্বকাপে ভাল করবে যে দল

রিকি পন্টিংয়ের চোখে বিশ্বকাপে ভাল করবে যে দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে সেভাবে আশাবাদী হতে পারছে না কেউই। গত বছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে আশা জাগানিয়া দল নিয়ে গিয়ে ভরাডুবি হয়েছিল দলটির। 

এরপর তো অধিনায়কত্ব নিয়ে বেশ একটা নাটকও দেখাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়কত্ব থেকে সরে যাওয়া বাবর আজমকে এক সিরিজ পরেই ফের অধিনায়কত্ব দিয়েছে পিসিবি। 

তার অধীনেই এবার বিশ্বকাপ খেলবে মেন ইন গ্রিনরা। তবে আগের চেয়ে এবারের পাকিস্তান দলকে অনেকটা ভালো বলছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং।

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর ব্যাপক সমালোচনার মুখে পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। সে সময় টি-টোয়েন্টির অধিনায়কত্ব পান শাহিন আফ্রিদি। 

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারতেই তাকে সরিয়ে ফের বাবরকে অধিনায়ক করেছে পাকিস্তান। এমন অস্থির সময় পার করে বিশ্বকাপ খেলতে আসা পাকিস্তানকে আগের চেয়ে অনেক বেশি শান্ত মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।  

 ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল পাকিস্তান। পন্টিং মনে করেন, পাকিস্তানের এবার সুযোগ আছে সেই সাফল্যকে ছাপিয়ে যাওয়ার। ২০০৯ সালের সফল ক্যাম্পেইনের পুনরাবৃত্তি এবার পাকিস্তান করতে পারে বলে মনে করেন সাবেক অজি অধিনায়ক।  

 পাকিস্তানের অধিনায়কত্ব ইস্যু নিয়ে বুধবার (৫ জুন) আইসিসি রিভিউকে পন্টিং বলেন, 'অধিনায়কত্ব শুধু কিছু মানুষের সঙ্গেই ভালোভাবে মানায়, এটা সবার সঙ্গে মানায় না।

তিনি যোগ করেন, 'আমরা বিভিন্ন সময় দেখেছি ক্রিকেটে সবসময়ের সেরা খেলোয়াড়দের অনেকেই সেরা অধিনায়ক হতে পারেননি এবং এটা অনেক সেরা খেলোয়াড়কে আরও ভালো করেছে কারণ তারা জেনেছে কীভাবে তারা সেটায় দৃষ্টি দিতে পারে যেটা করলে তারা আরও ভালো হয়ে উঠতে পারে, সেরাদের সেরা হয়ে উঠতে, প্রতিদিন আরও ভালো হওয়ার মাধ্যমে।'

বাবরকে নিয়ে পন্টিং বলেন, 'আমি মনে করি, বাবর যখন শুরু করে আমার মনে হয়েছে সেকারণ আপনি যদি তার রেকর্ডের দিকে নজর দেন, তার পরিসংখ্যান এটার সঙ্গে নিচেই নামছিল। তাই আমার মনে হচ্ছে, সে এটার থেকে কিছুটা হলেও শিক্ষা নিয়েছে।'

শাহিন আফ্রিদির অধীনে না গিয়ে বাবরের অধীনে বিশ্বকাপ যাওয়ায় পাকিস্তান বেশি ভারসাম্যপূর্ণ দল বলে মনে করেন পন্টিং, 'শাহিন অধিনায়ক হিসেবে কঠিন সময় দেখেননি, তাই আমি মনে করি, এভাবে বিশ্বকাপ খেলতে যাওয়ায় (বাবরের অধীনে) আরও বেশি ভারসাম্যপূর্ণ দল হয়েছে।'

ওপেনিংয়ে সাইম আইয়ুবকে নিয়ে বেশ আশাবাদী পন্টিং, 'অস্ট্রেলিয়ান গ্রীষ্মকালে সাইমের ব্যাটিং আমি খুব উপভোগ করেছি। সে সিডনিতে একটি টেস্ট ম্যাচ খেলেছে। আমি এর আগে ওকে চিনতামই না। আমি যখন ধারাভাষ্য দেই তখন আমি খেলোয়াড়দের সম্পর্কে জানতে পছন্দ করি।'

সাইমের ব্যাপারে পন্টিং আরও বলেন, 'ওকে দেখার পর আমি ওর পিএসএলের কিছু খেলার হাইলাইটস দেখেছি। যেহেতু সে একজন পূর্ণ ক্রিকেটার, আমার ধারণা একদিন বড় তারকা হবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে