রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:২৩:৫২

বিশ্বকাপ ব্যাটিংয়ে শীর্ষে যে তিন ক্রিকেটার

 বিশ্বকাপ ব্যাটিংয়ে শীর্ষে যে তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: পর্দা নামলো যুবকদের শীর্ষস্থানীয় লড়াই যুব বিশ্বকাপের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ক্যারিবীয়ন ক্রিকেট দল।

টুর্নামেন্ট শেষ। তাই এবার সময় এসেছে কে কেমন খেললো সেই হিসেব নিকেষ।  

এক নজরে তা দেখে নেই এবার বিশ্বকাপে সেরা তিন ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন যারা।  

ব্যাটিংয়ে শীর্ষ তিন ক্রিকেটার

জ্যাক বার্নহাম (ইংল্যান্ড): ইংল্যান্ড যুব দলের ওপেনার জ্যাক বার্নহাম ব্যাট হাতে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। ৬ ম্যাচে তার রানের সংগ্রহ ৪২০। এমনকি ১১তম আসরের টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। উদ্বোধনী ম্যাচেই বার্নহাম রেকর্ড বুকে নিজের নাম উঠিয়েছেন। ড্যান লরেন্সকে নিয়ে ৩৭১ রানের জুটি গড়েন যা যেকোনো উইকেটে বিশ্ব্কাপে সর্বোচ্চ রানের জুটি। ৮৪.০০ গড়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বার্নহাম। সর্বোচ্চ ১৫টি ছক্কা ও ৩টি সেঞ্চুরি এসেছে ইংলিশ ব্যাটসম্যানের ব্যাট থেকে।

সরফরাজখান (ভারত): ভারত যুব দলের খেলোয়াড় সারফরাজ খান এই বিশ্বকাপে দ্বিতীয় রান সংগ্রাহক। টুর্নামেন্টে তার ব্যাট থেকে এসেছে ৩৫৫ রান। এমনকি আসরে সর্বোচ্চ ৫টি হাফসেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে।   

ড্যান লরেন্স (ইংল্যান্ড): বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ ৩১৫ রান করেছেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান ড্যান লরেন্স। কাউন্টি দল এসেক্সের হয়ে খেলা ড্যান লরেন্স টুর্নামেন্টে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন। ১৭৪ রান করেছেন তিনি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই। টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৪টি বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকেই।   
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে