স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। করাচি কিংসের নিজেদের তৃতীয় ম্যাচ থেকে দলে জায়গা পান মুশফিক। মুশফিকের শুরুর দিনেই জয় কুড়ায় করাচি। মুশফিক প্রথম ম্যাচে রান পায় ১০। আর তার দ্বিতীয় ম্যাচে মুশফিক ৫ বল মোকাবেলায় করেন ৬ রান। আর এ দুইটি ম্যাচেই মুশফিক ব্যাট করার পাঁচে নিচে। তবে অবশেষে রোববার ইসলামাবাদে বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে মুশফিককে ৪ নাম্বারে ব্যাট মাঠে নামান করাচির অধিনায়ক শোয়েব মালিক।
রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদে বিপক্ষে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন করাচির অধিনায়ক শোয়েব মালিক। ব্যাট করতে নেমেই ১ রানের মাথায় অভিজ্ঞ তিন ব্যাটসম্যানকে হারান করাচি। এরপর ব্যাট করতে ক্রিজে আছেন করাচির উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সাথে ক্রিজে আছেন রবি বোপারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিব-মুশফিকের করাচির সংগ্রহ ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭২ রান। মুশফিক ১১ এবং রবি বোপারা ৩৫ রান করে এখনো অপরাজিত।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস