স্পোর্টস ডেস্ক : লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা সামনে রেখে অনুশীলন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। দলের সঙ্গে যোগ দিয়েছেন সুপারস্টার লিওনেল মেসি।
কোপা আমেরিকার আগে ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রস্তুতি হিসেবেই এই দুটি ম্যাচে মাঠে নামবে মেসি, ডি মারিয়ারা। মেগা ইভেন্টের আগে পূর্ণ ফিট আছেন মেসি। শুধু প্র্যাক্টিসেই নয় ইন্ডোর জিমেও ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা।
মেসির সঙ্গে ছিলেন তার সতীর্থ হুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্তিনেজরা। ইন্টার মায়ামির মাঠেই এদিন প্র্যাক্টিস সেরেছেন ফুটবলাররা। কোপার আগে মেসির পুরোপুরি ফিট থাকার বিষয়টি দলের জন্য স্বস্তির। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ ফুটবলাররা।
আগামী ১০ জুন ইকুয়েডর ও ১৫ জুন গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। এ দুই ম্যাচের জন্য গত ২০ মে ২৯ সদস্যের দল ঘোষণা করেছিল কোচ লিওনেল স্ক্যালোনি। যেখান থেকে ২৬ জন জায়গা করে নেবে কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াডে। কপাল পুড়বে তিন জনের।
আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের কোপা আমেরিকার যাত্রা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপ ‘এ’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।