শনিবার, ০৮ জুন, ২০২৪, ০৮:১০:১৪

কাল বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচ; মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

কাল বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচ; মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েটি বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড জয়ের খোঁজে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়ে ছন্দে রয়েছে অজিরা। অন্যদিকে, বৃষ্টির কারণে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় সুপার এইটের বিবেচনায় ম্যাচটা বিশেষ গুরুত্ব পাবে ইংলিশদের।

শনিবার (৮ জুন) কেনসিংটন ওভালে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

 এশিয়ার বাইরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। দুই দলের টেস্ট সিরিজ অ্যাশেজ তো রূপ নিয়েছে ক্রিকেট বিশ্বের ক্ল্যাসিকোতে। তবে এই দুই দল মাঠে নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

মাঠের লড়াইয়ের আগে ভিন্ন রূপ দুই দলে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথম ম্যাচে বৃষ্টির বাধায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। যে দশ ওভার খেলা হয়েছে সেই স্কোর বোর্ডে তাকালে অবশ্য হতাশ হতে হবে। দুর্বল স্কটল্যান্ড এক রকম পাত্তাই দেয়নি কোনো ইংলিশ বোলারকে। ১০ ওভারে তারা তুলে ৯০ রান।

তবে সব ভুলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিশ্চয়ই নিজেদের সেরা ক্রিকেট খেলতে প্রস্তুত থ্রি লায়নরা। তবে অজিদের বিপক্ষে বড় চ্যালেঞ্জ থাকবে ইংলিশ বোলারদের।

কারণ ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিস, ম্যাক্সওয়েলরা পরীক্ষা নিতে প্রস্তুত জফরা আর্চার, ক্রিস জর্ডান, মার্ক ওডদের। তাছাড়া ব্যাটিংয়ে জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস, হ্যারি ব্রুকদের দায়িত্ব নিতে হবে ব্যাট হাতে।

অন্যদিকে, দারুণ ছন্দে টিম অস্ট্রেলিয়া। কারণ প্রথম ম্যাচটা ওমানের বিপক্ষে জয় পেয়েছে ৩৯ রানে। দুর্বল ওমানের বিপক্ষে খুব একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি অজিদের।

তবে ইংলিশরা ছাড় দেবে না পেট কামিন্সের দলকে। যদিও এই ম্যাচে বড় ভূমিকা পালন করবে টস ভাগ্য। কারণ কেনসিংটনের উইকেট কিছুটা স্লো হয়ে থাকে। আগের ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলেছেন ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিস। অনেক ভরসা থাকলেও ট্রাভিস হেড আইপিএলের অফ ফর্ম থেকে এখনো বের হতে পারেননি। 

একই দশা গ্ল্যান ম্যাক্সওয়েলের। জয় পেতে হলে তাদের খেলতে হবে দায়িত্বশীল ইনিংস। আশার ব্যাপার হলো আবহাওয়া ভালো থাকায় ম্যাচটা ঠিকঠাক হবে বলাই যায়। 

এখন দেখার বিষয় মাঠে শেষ পর্যন্ত কে হাসি মুখ ধরে রাখতে পারে। ইংলিশরা হারলে দ্বিতীয় রাউন্ডের পথ কঠিন হয়ে যাবে থ্রি লায়নদের। তবে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হবে তা প্রত্যাশা করাই যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে