রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১৭:০৩

বিশ্বকাপে সর্বোচ্চ তিন উইকেট শিকারি

বিশ্বকাপে সর্বোচ্চ তিন উইকেট শিকারি

স্পোর্টস ডেস্ক: পর্দা নামলো যুবকদের শীর্ষস্থানীয় লড়াই যুব বিশ্বকাপের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ক্যারিবীয়ন ক্রিকেট দল।

টুর্নামেন্ট শেষ। তাই এবার সময় এসেছে কে কেমন খেললো সেই হিসেব নিকেশ।  

এক নজরে তা দেখে নেই এবার বিশ্বকাপে সেরা তিন বোলারের তালিকা।

বোলিংয়ে শীর্ষ তিন

ফিটস কর্টেজ (নামিবিয়া):

পেশাদার ক্রিকেটার না হয়েও অসাধারণ বোলিং করে সবার নজর কেড়ে নিয়েছেন নামিবিয়ার বাঁহাতি পেসার ফিটস কর্টেজ। বল হাতে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন নামিবিয়ার পেসার। শুরুতেই দাপট দেখিয়ে নামিবিয়াকে এগিয়ে রাখাই ছিল তার কাজ। সে কাজটা খুব সহজেই করেছেন কর্টেজ। প্রথমবারের মত নামিবিয়াকে কোয়ার্টার ফাইনালে উঠাতে কর্টেজের ভূমিকা ছিল অসামান্য।

সন্দিপ লামিচানে(নেপাল) : এবারের বিশ্বকাপে একমাত্র হ্যাটট্রিকটি করেছেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচানে। ফতুল্লায় ‘ডি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অনন্য এই কীর্তি গড়েন নেপালি এই যুবা। যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ হ্যাটট্রিক। আন্তর্জাতিক পর্যায়ে নেপালের কোনো বোলারদের এটাই প্রথম হ্যাটট্রিক। সন্দিপ লামিচানে ৬ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট, যা সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

ররিঅ্যান্ডোস (আয়ারল্যান্ড): বোলিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন আয়ারল্যান্ডের ডানহতি পেসার ররি অ্যান্ডোস।   ১৩ উইকেট পকেটে পুরেছেন ররি অ্যান্ডোস। ১৩ উইকেট নিয়েছেন আরও তিন বোলার। এরা হলেন ইংল্যান্ডের সাকিব মাহমুদ, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন। গড়ে এগিয়ে থাকায় তিনে আছেন অ্যান্ডোস।-রাইজিং বিডি
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে