রবিবার, ০৯ জুন, ২০২৪, ০৬:৩৮:৫৯

যে বিভ্রান্তের খবর মিলল ভারত-পাকিস্তানের খেলা নিয়ে

যে বিভ্রান্তের খবর মিলল ভারত-পাকিস্তানের খেলা নিয়ে

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মহারণ আজ। বলা হয়, ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট, আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হচ্ছে এশিয়ার দুই জায়ান্টের লড়াই। যুক্তরাষ্ট্রের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই দলের ম্যাচ। কিন্তু এই ম্যাচের উইকেটকে ঘিরে আলোচনা যেন শেষ-ই হচ্ছে না।

নিউ ইয়র্কের এই মাঠে অনুষ্ঠিত চার ম্যাচেই তেমন রান হয়নি। শ্রীলঙ্কা ৭৭, আয়ারল্যান্ড ৯৬ রানে অলআউট হয়। কানাডা ৭ উইকেটে করে ১৩৭ রান। 

গতকাল নেদারল্যান্ডস ৯ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি। এমন উইকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে বলে আমেজ নষ্ট হচ্ছে বলে দাবি সাবেক ক্রিকেটারদের। কেউ কেউ তো এই উইকেটকে অপ্রস্তুত এবং বাজেও বলেছেন।

এমন মাঠে পাকিস্তান ও ভারতের লড়াই কতটা উন্মাদনা ছড়াবে সেটা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও তাদের জন্য অব্যবহৃত উইকেট প্রস্তুত রাখা রয়েছে। তবে এই উইকেট সম্পর্কে কিউরেটরও বিভ্রান্ত বলে দাবি করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে এক প্রশ্নে রোহিত এমন কথা বলেছেন, ‘নিউ ইয়র্ক আমাদের হোম গ্রাউন্ড নয়। আমরা এখানে দুটি ম্যাচ খেলেছি কিন্তু এর প্রকৃতি সম্পর্কে আমাদের তেমন সচেতন নই। এটি বিভিন্ন দিনে ভিন্নভাবে আচরণ করে, তাই কিউরেটরও বিভ্রান্ত।’

‘এজন্য আপনারা ধারনা করতে পারেন আমরা কেমন ধারনা নিয়ে মাঠে নামতে যাচ্ছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা কেমন উইকেটে খেলবে সেই ধারনাও নেই আমাদের। এজন্য যে ভালো ক্রিকেট খেলবে সেই জিততে পারবে।’ -যোগ করেন রোহিত।

শুধু কি উইকেট, মাঠের আউটফিল্ড নিয়েও চিন্তিত রোহিত, ‘এর আউটফিল্ড স্লো। কিছু শটে প্রচন্ড বাউন্স পায়। কিছুতে বল আটকে থাকে। এজন্য এই উইকেটে রানিং বিটুইন দ্য উইকেট গুরুত্বপূর্ণ। আমাদেরকে কন্ডিশন অনুযায়ী খেলতে হবে।’

পাকিস্তান প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও তাদেরকে হালকাভাবে নিচ্ছেন না রোহিত। এই দলটা ঘুরে দাঁড়াতে পারে সেই বিশ্বাস তাদের রয়েছে, ‘শেষ বিশ্বকাপে পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছিল। এরপর কিন্তু ফাইনাল খেলেছিল। নিজেদের দিনে যে কেউ যে কাউকে হারাতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এখানে যে কোনো কিছু হতে পারে।’

উইকেট, আউটফিল্ড নিয়ে দ্বিধা থাকলেও রোহিত মাঠের ক্রিকেটাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন, ‘ভালো ক্রিকেট খেললে আপনি ছন্দ পাবেন। প্রতিপক্ষ যে কেউই হোক না কেন। উইকেট কঠিন। আউটফিল্ড বিরুদ্ধ। তারপরও আমি বলবো আমাদের অভিজ্ঞতা বড়। আমাদেরকে সেভাবেই খেলতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে