স্পোর্টস ডেস্ক : ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আভাস দিয়েছিলেন ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসিকে পুরো সময় মাঠে দেখার সম্ভাবনা কম।
বদলি হিসেবে দেখা যেতে পারে এলএমটেনকে। সেটাই হলো। কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে মেসিকে বাদ দিয়েই শুরুর একাদশ সাজালেন কোচ লিওনেল স্কালোনি। তাতে শুরুর দিকে আর্জেন্টিনাকে খানিক ছন্নছাড়া লাগলেও, পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে।
আর গোছানো সেই আর্জেন্টিনার গোলের দেখা পেতেও সময় লাগেনি খুব বেশি। ম্যাচের ২৬ মিনিটে প্রথম অন টার্গেট শট নেয় আলবিসেলেস্তেরা। পরের ১৫ মিনিটে স্কালোনির দল আক্রমণে গিয়েছে বারবার। ফলাফল আসে ৪০ মিনিটে। মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের পাস পেয়ে যান আক্রমণে উঠে আসা ক্রিশ্চিয়ান রোমেরো।
ডিবক্সের প্রান্ত থেকে তার ছোট থ্রু বল ধরে এগিয়ে যান আনহেল ডি মারিয়া। অভিজ্ঞ এই ফরোয়ার্ড এরপর ফিনিশিং দিয়েছেন দারুণ। তাতেই বিরতিতে যাওয়ার আগে লিড পায় আর্জেন্টিনা।
২৬ মিনিটেই লিড পেতে পারত বিশ্বচ্যাম্পিয়নরা। তবে লিসান্দ্রো মার্টিনেজের শট ইকুয়েডর গোলরক্ষকের দারুণ সেইভ সেযাত্রায় হতাশ করে আর্জেন্টিনাকে। পরে ফ্রিকিক থেকেও সুযোগ পায় আলবিসেলেস্তেরা। যদিও ডি মারিয়ার সেই ফ্রিকিক গোলবারে লেগে চলে যায় বাইরে। প্রথমার্ধ শেষে তাই ১-০ গোলের ব্যবধানেই টানেলে ফিরতে হয় আলবিসেলেস্তেদের।